অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
বেতনহীন মতো মহামেডান ফুটবলারদের ছন্দ পতন। ফের পরপর আই লিগে ফের আটকে গেল তারা। ছন্দে না থাকারা আই লিগে ফের আটকে গেল সাদা কালো ব্রিগেড। কল্যাণীতে রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসির সঙ্গে গোল শুন্য ড্র করল সাদা-কালো ব্রিগেড। ছন্দে না থাকা রাউন্ডগ্লাস পাঞ্জাবের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করে নিজের উপর চাপ বাড়ালেন সাদা-কালো কোচ হেভিয়া।
ম্যাচে দুটি দলই সুযোগ পেয়েছিল, তবুও কাজে লাগাতে পারেনি কেউ। পাঞ্জাবের একটি শট পোস্টে লেগে প্রতিহত হয়। চার ম্যাচে ছয় পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের তিন নম্বরেই রইল। সম সংখ্যক ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করে পাঁচ নম্বরে রইল রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি। ম্যাচের সেরা হন পাঞ্জাবের ডিফেন্ডার হরিপাম।
আরও পড়ুনঃ হায়দ্রাবাদে শঙ্কর, ইস্টবেঙ্গলে সুব্রত
ম্যাচ শেষে সাদা কালো কোচ হেভিয়া জানান, “আমরা সুযোগ তৈরী করেছিলাম কিন্তু কাজে লাগাতে পারি নি। এটা দুর্ভাগ্যর বিষয়। তবে খারাপ সময় ভুলে পরের ম্যাচ থেকে ভালো পারফরমেন্স করা আমাদের লক্ষ্য।” ৩ ফেব্রুয়ারি নেরোকার বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলবে মহা মেডান। এখন দেখার তারা ঘুরে দাঁড়াতে পারে না কি!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584