অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ফের ড্র, জঘন্য রেফারির শিকার ইস্টবেঙ্গল। যার ফলস্বরূপ ৯০ মিনিট পর্যন্ত ১ গোলে এগিয়ে থাকলেও অতিরিক্ত সময়ের শুরুতেই গোল খাওয়ায় হায়দ্রাবাদ এফ সি ম্যাচ ড্র করেই মাঠ ছাড়ল লাল হলুদ ব্রিগেড। তিন পয়েন্টের জায়গায় এক পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁদের। ফলে প্লে-অফে যাওয়ার আশা আর রইল না।
গত জামেশেদপুর জয়ের ম্যাচের দলই ধরে হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম একাদশে কোনও পরিবর্তনই করেনি ইস্টবেঙ্গল। তবে হায়দ্রাবাদ ধীরে ধীরে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেয়। গোটা প্রথমার্ধ জু়ড়ে তাঁরা আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকলেও বেশ আঁটসাঁট ছিল লাল-হলুদ রক্ষণ। ফলে কোনও বিপদ ঘটেনি।
পুরোনো চাল যেমন ভাতে বাড়ে ঠিক তেমনই গোলে অনবদ্য ছিলেন এদিন সুব্রত পাল। ২০মিনিটের মাথাতেই দুরন্ত একটি সেভ করেন ‘স্পাইডারম্যান’। এরপরও হায়দরাবাদের আক্রমণ বহাল ছিল। কিন্তু কোনও গোল আসেনি।
আরও পড়ুনঃ জিতে হকির যাত্রা শুরু ইস্টবেঙ্গলের
প্রথমার্ধ গোল শুন্য থাকার পরে দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে পিলিংটনের অনবদ্য পাসে গোল করে যান ব্রাইট। এরপরই গোল করতে পারতো ইস্টবেঙ্গল কারণ ৮২ মিনিটে ব্রাইটকে ফাউল করেন হায়দ্রাবাদের গোলকিপার কাটমিনি কিন্তু রেফারি নিশ্চিত পেনাল্টি দেয়নি। হতাশ ইস্টবেঙ্গল সমর্থকরা।
যদিও অতিরিক্ত সময়ে নিজেদের ডিফেন্স ব্যর্থতায় গোল খেয়ে বসে লাল হলুদ জার্সিধারীরা। জেতা ম্যাচ ফের ড্র করে ১৭ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট ইস্টবেঙ্গলের। তবে কোচ ফাউলারকে ছাড়া ইস্টবেঙ্গলের খেলায় মন ভরছে অনেকের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584