অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
প্রথম ৪৫ মিনিটের আধিপত্য ও দ্বিতীয়ার্ধে হঠাৎ খেলার ধরন পাল্টে ফেলেই সোমবার ফতোরদা স্টেডিয়ামে বাজিমাত করল মুম্বই সিটি এফসি এমন মনে করছেন মোহনবাগান ও মুম্বই দুই দলের কোচই।
এদিন ফতোরদায় দুই দলের ফুটবলাররা মুখোমুখি হলেও আসলে দুই স্প্যানিশ কোচের মস্তিষ্কের লড়াই ছিল। সোমবার রাতে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এটিকে মোহনবাগানে কোচ আন্তোনিও লোপেজ হাবাস বলেন, “আমার দলের প্রথমার্ধের পারফরম্যান্স দেখে আমি মোটেই খুশি হতে পারিনি। খেলার জন্য বেশি জায়গাই তৈরি করতে পারেনি আমাদের ছেলেরা। দ্বিতীয়ার্ধে ওরা অনেক ভাল খেলেছে। গোলের সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচটা আমরা ড্র রাখতে পারতাম।”
প্রথমার্ধে যে তাঁর দল অনেকটাই এগিয়ে ছিল, এই ব্যাপারে একমত মুম্বই সিটি এফসি-র কোচ সের্গিও লোবেরা। তিনি বলেন, “আমাদের ফুটবলার আজ যথেষ্ট ভাল খেলেছে। বিশেষ করে প্রথম ৪৫ মিনিটে। একাধিক সুযোগও পেয়েছি আমরা। আমাদের বিরতির আগেই এগিয়ে যাওয়া উচিত ছিল।”
আরও পড়ুনঃ শক্তিশালী মুম্বইয়ের কাছে হার এটিকে-মোহনবাগানের
তবে এদিন সারা ম্যাচেই মুম্বই আধিপত্য বিস্তার করে ছিল, এই মত মেনে নিতে রাজি নন হাবাস। তিনি বলেন, “আজ দুই দলের খেলায় কোনও পার্থক্য ছিল বলে আমার মনে হয় না। ওরা যত সুযোগ তৈরি করেছে, আমরাও প্রায় ততগুলো সুযোগই তৈরি করতে পেরেছি। আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি, ওরা পেরেছে, তফাৎ হয়তো এখানেই হয়েছে।”
এই নিয়ে তিনি আরও বলেন, “প্রথমার্ধে রক্ষণাত্মক ফুটবল খেলার কোনও পরিকল্পনা ছিল না আমাদের। খেয়াল করে থাকবেন, শুরুতেই কিন্তু আক্রমণে ওঠার চেষ্টা করেছিলাম আমরা।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584