অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
লড়াইটা ছিল হাড্ডাহাড্ডি। এই আইএসএলের সব থেকে বড় দুই দলের টক্কর। সেই লড়াইয়ে মুম্বই এফসির কাছে পরাস্ত হল এটিকে-মোহনবাগান। চলতি টুর্নামেন্টে ফের একবার দুরন্ত ফর্মে ধরা দিলেন মুম্বই দলের কোচ সের্জিও লোবেরোর ছেলেরা।
গত নর্থ ইস্ট ম্যাচ থেকে দলে দলে তিনটে বদল ঘটান কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। কার্ল ম্যাকহিউর বদলে চোট সারিয়ে ফেরেন জেভিয়ার হার্নান্ডেজ। শেখ শাহিলের পরিবর্তে নামেন গ্ল্যান মার্টিন্স এবং প্রবীর দাসের বদলে শুরু করেন মনবীর সিং।
প্রথমার্ধে দু’দলই একে অপরকে টেক্কা দেয়। মোহনবাগানের সেই প্রথমার্ধে হাপিয়ে দেওয়া স্ট্রাটেজি। কিন্তু সেই অঙ্ক খাটলো না নীল সাদা ব্রিগেডের কাছে কিন্তু এদিন প্রথমার্ধে সুযোগ পেয়েও গোল পায়নি হাবাসের ছেলেরা।
আরও পড়ুনঃ হনুমার ইনিংস সেঞ্চুরির সমানঃ অশ্বিন
প্রথমার্ধ গোল শূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে খেলার গতি ও আক্রমণ দুই-ই বাড়ে। দ্বিতীয়ার্থে ফ্রি-কিক থেকে দুর্দান্ত শট নিয়েছিলেন এডু গার্সিয়া। কিন্তু অমরিন্দরের গ্লাভসজোড়া রুখে দেয় সেই বল। এরপর গার্সিয়ার শর্ট একটু র জন্য মিস হয়। প্রায় নিশ্চিত গোল হাতছাড়া করেন উইলিয়ামসও।
আরও পড়ুনঃ তদন্তে দোষী প্রমাণিত হলে নির্বাসিত হতে পারে সিডনি ক্রিকেট গ্রাউন্ড
এরপর ৬৯ মিনিটে বার্থোলোমিউর জোরালো শট প্রতিহত করতে পারেনি এটিকে মোহনবাগানের গোল রক্ষক অরিন্দম। এরপর আর গোল করতে হয় হেরে গেলেও এই হার অনেক কিছু শিখিয়ে গেল মনে করছে সবুজ -মেরুন সমর্থকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584