মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
উৎসবের মরশুমেও লাগাতার বেড়েছে জ্বালানির দাম। অগ্নিমূল্য রান্নার গ্যাস। পেট্রোল, ডিজেলের দামও পেরিয়েছে ১০০-র গণ্ডি। এবার আগুনের আগুন হওয়ার পালা। ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। দীর্ঘ ১৪ বছর পর বাড়তে চলেছে দেশলাইয়ের দাম। ২০০৭ সালে শেষবার দাম বেড়েছিল। এতদিন পরে ফের দাম বাড়তে চলেছে দেশলাইয়ের। এইমুহূর্তে দেশলাইয়ের দাম ১ টাকা। ১ ডিসেম্বর থেকে এই দাম বেড়ে হবে ২ টাকা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে এই তথ্য পাওয়া গিয়েছে।
দেশলাই নির্মাতারা জানাচ্ছেন, দেশলাই তৈরি করতে মোট ১৪ রকম কাঁচা মাল লাগে। এর মধ্যে লাল ফসফরাস হল অন্যতম। আগে দেশলাই তৈরির এই উপাদানের দাম ছিল ৪২৫ টাকা। এখন এর দাম হয়েছে ৮১০ টাকা। এছাড়াও, মোমের দাম ৫৮ টাকা থেকে বেড়ে গিয়ে ৮০ টাকা হয়েছে। দেশলাই বাক্সের বাইরের বোর্ডেরও দাম বেড়েছে। আগে এর দাম ছিল ৩৬ টাকা। এখন দাম বেড়ে হয়েছে ৫৫ টাকা।
দেশলাই বাক্সের ভিতরে যে বোর্ড থাকে, সেই বোর্ডের দাম ছিল ৩২ টাকা। এখন তা বেড়ে হয়েছে ৫৮ টাকা। দেশলাই তৈরিতে ব্যবহৃত কাগজ, সালফার, পটাশিয়াম ক্লোরেট, স্প্লিন্টসেরল দামও বেড়ে গিয়েছে ১০ অক্টোবর থেকে। ফলে দেশলাইয়ের দামও বৃদ্ধি করতে হচ্ছে। পুরনো দামে আর দেশলাই বিক্রি করা সম্ভব হচ্ছে না নির্মাতাদের পক্ষে।
আরও পড়ুনঃ পেট্রোলের পর এবার সেঞ্চুরি ডিজেলেরও
প্রসঙ্গত, ২০০৭ সালে একবার বেড়েছিল দেশলাইয়ের দাম। সেই থেকে বাজারে ১ টাকায় পাওয়া যায় এক বাক্স দেশলাই। তার আগে দেশলাইয়ের একটি বাক্সের মূল্য ছিল ৫০ পয়সা। ২০০৭ সালে সেই দামই বেড়ে ১ টাকা হয়েছিল। এতদিন অন্যান্য জিনিসপত্রের দাম বাড়লেও দেশলাইয়ের দাম বাড়েনি। এখন দেশলাইয়ের উপাদানের দাম বেড়ে যাওয়ায় অবশেষে সেটিরও দাম বাড়তে চলেছে। ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে দেশলাইয়ের নতুন দাম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584