কবীর হোসেইন, মুর্শিদাবাদঃ
সালার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মেটিরিয়াল টেস্টিং ল্যাব এর উদ্বোধন করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির । এদিনের অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কান্দি মহকুমার শাসক নবীনচন্দ্র এছাড়া প্রধান অতিথি ছিলেন মুর্শিদাবাদ বহরমপুর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি আনারুল ইসলাম, সালার সমষ্টি উন্নয়ন আধিকারিক আশিস মণ্ডল , সালার থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্দ্রনীল মহান্ত, ভরতপুর ২ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক চিন্ময় পতি ।
আরও পড়ুনঃ এলাকার মানুষ নিজের প্রচেষ্টায় সেতু তৈরি করছিলেন, সাহায্যের হাত বাড়ালেন বিধায়ক
বুধবার সালার পঞ্চায়েত অফিসের কাছে এই ভবনের উদ্বোধন হয়।এই মেটিরিয়াল ল্যাবের প্রধান উদ্দেশ্য হলো যেকোনো কনস্ট্রাকশন কাজের জন্য যেমন কংক্রিটে রাস্তাঘাট বিল্ডিং এবং যে সমস্ত কালভার্টের কাজে ব্যবহৃত সামগ্রী গুলো দেওয়া হয় তার গুণগতমান এবং ক্ষমতা নির্ণয় ও যাচাই করবে এই ল্যাব। সালার গ্রাম পঞ্চায়েতের প্রধান সেলিনা খাতুনের উদ্যোগে এই ল্যাব নির্মাণ করা হয় ।মুর্শিদাবাদের লালগোলার পর সালারে দ্বিতীয় ল্যাবের উদ্বোধন হলো বুধবার। নির্মাণকার্য সমস্ত র মেটেরিয়াল পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে গুণগতমান পরীক্ষা-নিরীক্ষা ফলে কংক্রিট রাস্তাঘাট ও বিল্ডিংয়ের আসু সমস্যা সমাধানের ক্ষেত্রে অনেকটাই দিশা নির্দেশ করবে এই ল্যাব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584