কাঞ্চনপুর স্বাস্থ্যকেন্দ্রে প্রাক-প্রসূতি বিভাগ উদ্বোধন

0
33

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

বাঁকুড়ার কাঞ্চনপুরে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রাক-প্রসূতি বিভাগ উদ্বোধন করলেন বিধায়িকা শম্পা দরিপা ।

স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটাতে বিশেষ করে প্রসূতি মায়েদের কথা চিন্তা করে বাঁকুড়া ২ নম্বর ব্লকের কাঞ্চনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কুড়ি বেড বিশিষ্ট প্রাক-প্রসূতি বিভাগের শুভ উদ্বোধন করলেন বাঁকুড়ার বিধায়িকা শম্পা দরিপা।

Maternity section | newsfront.co
শম্পা দরিপার হাতে উদ্বোধন স্বাস্থ্যকেন্দ্রের। নিজস্ব চিত্র

এ দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ দেবজ্যোতি গোস্বামী, বাঁকুড়া জেলার সি এম ও এইচ ডঃ শ্যামল সরেন, বাঁকুড়া ব্লক ২ এর ব্লক আধিকারিক শুভব্রত চক্রবর্তী, ব্লক ২ এর পঞ্চায়েত সমিতির সভাপতি সুনিতা ঘোষ-সহ বিশিষ্টজনেরা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা।

new bed | newsfront.co
নতুন বেড। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফে জেলাব্যাপী সাইকেল র‍্যালির আয়োজন

প্রসূতি মায়েরা প্রথম থেকেই এই প্রাক-প্রসূতি বিভাগে ভর্তি হতে পারবেন বলে জানা গেছে। এছাড়াও স্বাস্থ্যকেন্দ্রে একটি সিসিটিভি ফুটেজের উদ্বোধন করা হয়। এছাড়াও একটি ফ্লাসলাইট করা হবে বলেও জানান বিধায়ক শম্পা দরিপা। স্বাভাবিক ভাবেই ব্লক প্রসূতি বিভাগ চালু হওয়ার ফলে উপকৃত হবেন এলাকার মহিলারা।

Maternity section | newsfront.co
স্বাস্থ্যকেন্দ্র ঘুরে দেখা হচ্ছে। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা শিবির দক্ষিণ দিনাজপুরে

সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। তার সাথে বিভিন্ন উপস্বাস্থ্যগুলিকে একটি করে পানীয় জলের ফিল্টার দেওয়া হল। বিধায়িকা সম্পাদক ভায়ের ইন উদ্বোধন অনুষ্ঠানে এসে কাঞ্চনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হওয়া বিভিন্ন রোগীর সাথে কথা বলেন এবং ঘুরে দেখলেন হাসপাতাল চত্বর।

বিধায়ক শম্পা দরিপা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কালে প্রতিটি জায়গায় স্বাস্থ্যের ব্যাপক উন্নতি হয়েছে । সেই মতো এই ব্লকেও উন্নতির ধারা অব্যাহত রয়েছে।

সিএমওএইচ বলেন, বেশি সংখ্যায় পেশেন্ট এডমিশন আছে। মেল ওয়ার্ড, ফিমেল ওয়ার্ড ভর্তি হওয়ার পর নিচে মেঝেতে থাকতে হচ্ছে অনেক রোগীকে । সেই জায়গা থেকে আমরা আলাদা করে এই ঘরটা তৈরি করেছি, যাতে মেঝেতে থাকতে না হয় কাউকে। এর ফলে পরিষেবা আরও ভাল হবে বলে জানান তিনি ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here