ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে খড়গপুরের গণিত প্রতিভা অর্চিষ্মান

0
486

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Mathematical genius Orchishman of Kharagpur at the India Book of Records
নিজস্ব চিত্র

‘কদম কদম বাড়ায়ে যা ,খুশি কি গীত গাহে যা’ – ভারতবর্ষের ৭০ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে খড়গপুর বাসীর খুশির গান গাওয়ারই সময়। কারন পশ্চিম মেদিনীপুরের সাউরী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং খড়গপুর সেন্ট অ্যাগনেস স্কুলের ষষ্ঠ শ্রেনীতে পাঠরত ১২ বছর ৩ মাস বয়সী ছাত্র অর্চিষ্মান নন্দীর নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে স্থান পেয়েছে। অঙ্কুরিত বীজ অর্চিষ্মান তার এই কিশোর বয়সে অর্জন করেছে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক মানের গনিত এবং বিজ্ঞান ভিত্তিক প্রতিযোগিতামূলক মেধা পরীক্ষায় সাফল্যের শিরোপা । একটা নয়, দুটো নয়- ১২ বছর বয়সেই অর্চিষ্মান দাদাগিরি দেখিয়েছে ১৫ টি পরীক্ষায়।

আরও পড়ুন: নারায়ণগড়ে সরকারি কৃষি প্রকল্পের প্রচার

Mathematical genius Orchishman of Kharagpur at the India Book of Records
নিজস্ব চিত্র

কখনও অ্যাচিভমেন্ট এন্ড ডায়াগনষ্টিক টেষ্ট ইন ম্যাথামেটিক্স , ইন্টারন্যাশানাল অলিম্পিয়াড অফ ম্যাথামেটিক্স, অষ্ট্রেলিয়ান ম্যাথামেটিক্স কম্পিটিশন,ইন্টারন্যাশানাল ম্যাথামেটিস্ক অলিম্পিয়াড,সাউথ এশিয়ান ম্যাথামেটিক্যাল অলিম্পিয়াড নামক গনিতের প্রতিযোগিতামূলক মেধা পরীক্ষায়; কখনও বা ন্যাশনাল লেভেল সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, টেষ্ট ফর সায়েন্টিফিক টেষ্ট,ইন্টারন্যাশনাল ট্যালেন্ট হান্ট অলিম্পিয়াড, বিগ ব্যঙ্গ এজ টেষ্ট, পাথ ফাইন্ডার ন্যাশানাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন নামক বিজ্ঞানের প্রতিযোগিতামূলক মেধা পরীক্ষায়। কঠিন অধ্যবসায়ের মধ্য দিয়ে অর্চিষ্মান অর্জন করেছে সাফল্যের র‍্যাঙ্ক, মেডেল, স্মারক। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে অর্চিষ্মানের নাম স্থান পাওয়ায় খুশির হাওয়া বয়ে গিয়েছে তার পরিবার, প্রাক্তন ও বর্তমান স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও ছাত্র-ছাত্রীদের মধ্যে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here