নারায়ণগড়ে সরকারি কৃষি প্রকল্পের প্রচার

0
114

নিজস্ব সংবাদদাতা,নারায়ণগড়ঃ

Publicity of government agricultural projects in Narayangarh
নিজস্ব চিত্র

নারায়ণগড় ব্লকের দুই মৌজা রায়পুর ও পারুলিয়ায় কৃষি কাজের উপর স্বনির্ভর মানুষদেরকে ফর্ম বিলির মাধ্যমে প্রতি এক একর জমিতে বছরে প্রায় পাঁচ হাজার টাকা ও তার চেয়ে কম পরিমাণ জমি থাকলে ন্যূনতম ১০০০ টাকা করে অনুদান দেয়া হয় । এর পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পে যারা ফর্ম ভর্তি করে আরজি দেবে সেই সব কৃষকদের ১৮ থেকে ৬০ বছর বয়সের মধ্যে স্বাভাবিক বা অস্বাভাবিক মৃত্যুতে এককালীন অনুদান হিসেবে দু লক্ষ টাকা দেয়া হবে,এমনটাই জানিয়েছেন নারায়ণগড় ব্লকের কৃষি দপ্তরের এ.ডি.য়ে ড. কল্যাণ গাঙ্গুলী । এই প্রকল্পে রবি ও খরিফ ফসল চাষে দু’দফায় অনুদান দেওয়া হবে। শুধু এই দুই মৌজা নয় ৫১৭ টি মৌজায় কৃষকেরা এই অনুদানের দ্বারা উপকৃত হবে বলে জানিয়েছেন নারায়ণগড় ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় মানিক কুমার সিনহা মহাপাত্র।

আরও পড়ুন: ঘোষিত কলেজ স্থাপনের দাবীতে স্মারকলিপি

Publicity of government agricultural projects in Narayangarh
নিজস্ব চিত্র
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here