বালুরঘাট কলেজের উদ্যোগে গণিত প্রশিক্ষণ শিবিরের শেষ পর্যায়

0
80

শিব শংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ

২১ দিন ধরে প্রশিক্ষণ দেওয়ার পর শনিবার বালুরঘাট কলেজে সমাপ্তি ঘটল বালুরঘাট কলেজ ম্যাথেমেটিক্স ক্যাম্প ২০১৮-র। সর্বভারতীয় স্তরের প্রতিযোগীতায় ছাত্র ছাত্রীদের যাতে আরও বেশী করে সাফল্য লাভ করতে পারে সেই কারনে বালুরঘাট কলেজের উদ্যোগে বালুরঘাট কলেজে গত ২১শে অক্টোবর থেকে শুরু হয়েছিল অংক বিষয়ক প্রশিক্ষণ প্রদানের এই ক্যাম্প।রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়,গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়,কোলকাতা বিশ্ববিদ্যালয়ের মত রাজ্যখ্যাত বিশ্ববিদ্যালয় গুলি ছাড়াও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়,বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবং চেন্নাই-এর সি.এম.আই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং গবেষকরা এই ক্যাম্পে অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের প্রশিক্ষণ প্রদান করেন।

নিজস্ব চিত্র

স্বভাবতই রাজ্য সহ দেশের খ্যাতনামা এই সমস্ত বড় বড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের কাছে সর্বভারতীয় স্তরের প্রতিযোগীতামূলক পরীক্ষায় সফল হওয়ার এমন প্রশিক্ষণ পেয়ে খুশি ছাত্র ছাত্রীরা।তাই প্রতিবছর এমন ক্যাম্প আয়োজনের আবদার তারা ইতিমধ্যেই করতে শুরু করে দিয়েছে কলেজের অধ্যাপকদের কাছে।ক্যাম্পে অংশগ্রহণ করা ছাত্রী মৈষি সাহা-র বক্তব্য এই রকম ক্যাম্প আয়োজিত হলে ছাত্র ছাত্রীরা উপকৃত হবে এবং আগামীতে বালুরঘাটের নাম উজ্বল হবে।কলেজের অধ্যাপক ডঃ লক্ষণ সাহা এদিন জানান ক্যাম্প সমাপ্তির দিন অর্থাৎ শনিবার ক্যাম্পে অংশ নেওয়া ছাত্র ছাত্রীদের কাছ থেকে প্রশিক্ষণ দেওয়া পাঠের প্রতিক্রিয়া নেন অধ্যাপকরা। বালুরঘাট কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুন্ডু বলেন এটা একটা অভিনব প্রচেষ্টা।তিনি জানান “প্রথমদিকে এই ক্যাম্পের সাড়া পাওয়ার বিষয়ে আমাদের সন্দেহ থাকলেও আমরা খুবই আনন্দিত বিভিন্ন প্রতিষ্ঠান সহ কলেজের ছাত্র ছাত্রীরা বিপুল পরিমানে সাড়া দিয়েছে এবং অধ্যাপক অধ্যাপিকারাও সাড়া দিয়েছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here