সুদীপ পাল, বর্ধমানঃ
বর্ধমানের কালনা রোডে কৃষি খামারের ভিতর গড়ে তোলা হয়েছে মাটি তীর্থ কৃষিকথা প্রাঙ্গণ। নতুন ভাবে সাজিয়ে তোলা হচ্ছে মুখ্যমন্ত্রীর এই প্রকল্পকে। প্রকল্পের জন্য ইতিমধ্যে এক কোটি টাকা এসে গিয়েছে প্রশাসনের হাতে। বরাদ্দ হয়েছে দেড় কোটি টাকারও বেশি।
আরও পড়ুনঃ টোপে ধরা পড়া বাঘরোলকে ঘিরে ভিড় গ্রামবাসীর
কৃষকদের নিয়ে সারা বছরে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা অনুষ্ঠান হয়ে থাকে এখানে। পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা বলেন, মাটি তীর্থ সাজাতে ১ কোটি ৫৬ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। ইতিমধ্যে এক কোটি টাকা মিলেছে।
জানা যাচ্ছে, কৃষিকথা প্রাঙ্গণের ভিতর রাস্তাগুলি নতুন করে গড়া হবে। ভিতরের স্টলগুলিকে স্থায়ীভাবে রূপ দেওয়ার চিন্তাভাবনা করা হয়েছে। ভেষজ বাগানটিকে আরও উন্নত করা হবে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584