মালদহে নেতাকর্মীদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ মৌসমের

0
44

সায়নিকা সরকার, মালদহঃ

ঝুঁকি না নিয়ে এবার মালদহে দলীয় নেতাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিলেন জেলা সভানেত্রী মৌসম বেনজির নূর। পাশের জেলা দক্ষিণ দিনাজপুরের এক নেতার করোনা পজিটিভ ধরা পড়ার পরে জেলা সভানেত্রী অর্পিতা ঘোষের লালারসের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। মালদহে এক কর্মাধ্যক্ষের করোনা ধরা পড়েছে। তাই নেতাকর্মীদের সুরক্ষায় কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয় মালদহ জেলা তৃণমূল কংগ্রেস।

Mausam Benjir Noor | newsfront.co
নিজস্ব চিত্র

গত ২৭ জুন শাসকদলের সাংগঠনিক বৈঠকে উপস্থিত সকল নেতাকর্মীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মৌসম বেনজির নূর ও জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল সেদিনের বৈঠকে উপস্থিত সমস্ত নেতাকর্মীকে মোবাইলে বার্তা পাঠিয়ে বাড়িতে থাকার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে আরো ২ জন করোনায় আক্রান্ত

বৈঠকে উপস্থিত সকলের লালারসের নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে। ৩ জুলাই থেকে দফায় দফায় সকলের লালারসের নমুনা নেওয়া হবে বলে সূত্রের খবর। নমুনা রিপোর্ট আসার আগে কোনওভাবে কেউ যাতে বাইরে বের না হন সেই নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে।

মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মৌসম বেনজির নূর জানিয়েছেন, ‘সেদিনের বৈঠকে উপস্থিত সমস্ত নেতাকর্মীকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। প্রায় দেড়শোজন নেতাকর্মীকে হোম কোয়ারেন্টাইনে থাকার পাশাপাশি সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে। সকলের লালারসের নমুনাও সংগ্রহ করা হবে।’

আরও পড়ুনঃ দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে বহরমপুরে রাস্তা অবরোধ বিজেপির

গত ২৭ জুন মালদা জেলা পরিষদের অতিথি আবাসে জেলা তৃণমূলের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলার প্রথম সারির প্রায় সব নেতানেত্রী ছিলেন সেখানে। ওই বৈঠকে জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা বর্তমান মৎস্য কর্মাধ্যক্ষ উপস্থিত ছিলেন। পরে তাঁর করোনা সংক্রমণ ধরা পড়েছে। তাই সংক্রমণ যাতে কোনও ভাবেই ছড়িয়ে না পড়ে সেজন্য দলের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here