নিজস্ব সংবাদদাতা, হুগলিঃ
যথার্থই ‘দুয়ারে’ হাজির ‘সরকার’, নজিরবিহীন তৎপরতায় বাংলা আবাস যোজনায় ঘর পেলেন চুঁচুড়ার মায়ারাণী বিশ্বাস। পাঁচ দিন আগেই ‘দুয়ারে সরকার’ কর্মসূচির সৌজন্যে হাতে পেয়েছেন স্বাস্থ্যসাথী কার্ডও।
চুঁচুড়ার কোদালিয়ার বাসিন্দা মায়ারাণী বিশ্বাস।ক্যান্সারে আক্রান্ত মেয়েকে নিয়ে দিনযাপন বৃদ্ধা মায়ারাণীর। কিছুদিন আগে ঘর পুড়ে যায় তাঁর, তারপরেই আমফানে থাবা। আমফানের পরে রাজ্য সরকারের ত্রাণের টাকা পেয়েছিলেন ঠিকই কিন্তু ঘর সারানো হয়ে ওঠেনি আর। ওই সময় ত্রাণে পাওয়া ত্রিপল দিয়েই কাজ চালিয়ে নিচ্ছিলেন। এরই সঙ্গে লকডাউন, স্বাভাবিক ভাবেই ঘর আর সরিয়ে ওঠা হয়নি মায়ারাণীর।
আরও পড়ুনঃ কোলে চড়ে রাজনীতি করা যায় নাঃ দিলীপ ঘোষ
গত দেড় মাস ধরে চলছে রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। এবার আশা জাগলো হয়তো সমস্যা মিটবে তাঁর। ১৫ দিন আগে হাতে পেয়েছেন ‘স্বাস্থ্যসাথী’ কার্ড। মেয়ের চিকিৎসার বড় চিন্তা মিটলো তাতে, প্রয়োজনে রাজ্যের বাইরেও মেয়ের চিকিৎসা করাতে পারবেন এবার। এরপরে আসে ঘরের সমস্যা, অসুস্থ মেয়েকে রেখে শিবিরে গিয়ে উঠতে পারেননি বৃদ্ধা মায়ারাণী, স্থানীয় মানুষজনেদের জানিয়ে ছিলেন সমস্যার কথা। এর পরেই চুঁচুড়ার মায়ারানি বিশ্বাসের ‘দুয়ারে’ হাজির স্থানীয় কোদালিয়া ১-এর একাধিক পঞ্চায়েত সদস্য। দুর্দশার খোঁজখবর নিয়ে, দ্রুত বাংলা আবাস যোজনায় বাড়ি তৈরির আশ্বাস দেয় পঞ্চায়েত। তাঁরা জানিয়েছেন, সরকার মায়ারানিদের জন্য ব্যবস্থা করছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584