ওয়েবডেস্কঃ
লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে দীর্ঘ ২৫ বছর পর আবার বৃহৎ জোটে সামিল হতে চলেছে মায়াবতীর বহুজন সমাজ পার্টি ও অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি !
শুক্রবার লক্ষ্ণৌতে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে আনুষ্ঠানিকভাবে অখিলেশ যাদব ও মায়াবতী তাদের জোটের কথা ঘোষণা করেন । আগামী লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ৮০ টি আসনের মধ্যে কংগ্রেসের জন্য সংরক্ষিত দুটি আসন অমেঠি রাইবারেলি বাদে বাকি ৩৮ টি করে আসনে জোট বদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়তে চলেছে অখিলেশের সমাজবাদী পার্টি ও মায়াবতীর বহু জন সমাজ পার্টি । তাদের জোট প্রসঙ্গে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী বলেন “এই জোট নরেন্দ্র মোদি ও অমিত শাহের ঘুম কেড়ে নেবে । এই জোট সমাজের বৃহৎ অংশের দলিত ও সংখ্যালঘু সম্প্রদায়ের জোট ! ” প্রসঙ্গত বিজেপির সাথে সাথে কংগ্রেসকেও আক্রমণ করে মায়াবতী বলেন ” কেন্দ্রে বিজেপি ও কংগ্রেস সমান। বিজেপির রাফাল কেলেঙ্কারি আর কংগ্রেসের বোফর্স কেলেঙ্কারি। একের পর এক কেলেঙ্কারি হয়েছে দুই সরকারের আমলেই !” এদিন সাংবাদিক সম্মেলনে অখিলেশ বলেন ” জোট ভাঙার জন্য পর্দার পিছনে ষড়যন্ত্র করছে বিজেপি । আপনারা সচেতন থাকুন ! ”
উত্তরপ্রদেশের প্রাক্তন এই দুই মুখ্যমন্ত্রীর জোটের কথা সামনে আসতেই বিভিন্ন শিবিরে রাজনৈতিক তরজা তুঙ্গে । মায়াবতীর কথায় ১৯৯৩ সালে এসপি এবং বিএসপি এই দুই পার্টি জোটবদ্ধ হয়ে সরকার গড়ে ছিল । আগামী লোকসভা নির্বাচনে তাই জোটবদ্ধ হয়ে এসপি ও বিএসপি বিজেপির বিরুদ্ধে লড়বে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584