নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
রাজ্যে এমবিবিএস পড়ার আসন সংখ্যা বাড়লো, ঘোষণা মুখ্যমন্ত্রীর। পশ্চিমবঙ্গে ডাক্তারি পড়ার আসন বেড়ে হল ৪ হাজার। মঙ্গলবার টুইটে এ খবর জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী আরও জানান, পুরুলিয়া সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে এই প্রথম এমবিবিএস পড়ুয়াদের ব্যাচ শুরু হচ্ছে। ১০০টি এমবিবিএস আসন নিয়ে যাত্রা শুরু হচ্ছে পুরুলিয়া মেডিক্যাল কলেজের।
I am pleased to announce that we now have 4,000 MBBS seats for Bengal’s vibrant medical students with the initiation of the first MBBS batch in Purulia Govt MCH consisting of 100 seats & the addition of 150 MBBS seats in Gouri Devi Medical College.
— Mamata Banerjee (@MamataOfficial) October 20, 2020
দুর্গাপুরের গৌরীদেবী মেডিক্যাল কলেজে আরও ১৫০টি এমবিবিএস আসন বাড়ানো হলো, টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ পরিস্থিতি স্বাভাবিক হয়নি, সতর্ক থাকুন! বাড়ি ফিরে জানালেন দিলীপ ঘোষ
রাজ্যের স্বাস্থ্যক্ষেত্র আরও শক্তিশালী করার স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভিড হাসপাতালগুলিতে অতিরিক্ত নার্স নিয়োগ করার নির্দেশ দেন কিছুদিন আগেই। সে ব্যাপারে আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সংশ্লিষ্ট ফাইলে মুখ্যমন্ত্রীর স্বাক্ষর সম্পন্ন হয়ে গিয়েছে। খুব শীঘ্রই রাজ্যের বিভিন্ন কোভিড হাসপাতালে মোট ২,৪৭৫ জন নার্স নিযুক্ত হচ্ছেন।
আরও পড়ুনঃ রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে পুনর্বিবেচনার আবেদন ফোরাম ফর দুর্গোৎসবের
করোনা আবহে এমবিবিএস পড়ুয়াদের আরও আসন বাড়ার ঘোষণা চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে অত্যন্ত আশাব্যাঞ্জক। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, রাজ্যে আসন কম থাকায় ভিনরাজ্যে চলে যেতে বাধ্য হন বাংলার অনেক মেধাবী মেডিক্যাল পড়ুয়া। আশা করা যাচ্ছে এই ঘোষণার পর সেই প্রবণতা অনেকটাই কমবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584