নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
এতদিন এমসিএ কোর্সের সময়সীমা ছিল তিন বছর। এবার তিন বছরের বদলে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন (এমসিএ) কোর্স হবে দু’বছরের। মঙ্গলবার নির্দেশিকা জারি করে এমনটাই জানাল রাজ্যের কারিগরি শিক্ষা সংসদ।
তার জেরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এমসিএ কোর্সের সিলেবাস সহ অন্যান্য বিষয়গুলিতে প্রয়োজনীয় বদল আনতে বলা হয়েছে। কারণ, সময়টা অনেকটাই কম।
আরও পড়ুনঃ মাধ্যমিকের ভার্চুয়াল ফলপ্রকাশের দিকেই পাল্লা ভারি, মার্কশিট মিলবে পরে
তিন বছরের সিলেবাস দু’ বছরে শেষ করতে পারবে না এমসিএ কোর্সের পড়ুয়াদের। তাই যত দ্রুত সম্ভব এই কোর্সের সিলেবাস সহ অন্যান্য বিষয়গুলিতেও বদল আনা দরকার। উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে এমসিএ কোর্সের সময়সীমা কমানোর প্রস্তাবে সায় দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584