কোচবিহারে হাসপাতাল পরিদর্শনে এমসিআই-এর প্রতিনিধিদল

0
34

মনিরুল হক, কোচবিহারঃ

কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বর পরিদর্শন করলেন মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার এক প্রতিনিধি দল। বুধবার ওই দলটি জেলা হাসপাতালের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এমজেএন হাসপাতাল মেডিক্যাল কলেজে উত্তীর্ণ হওয়ার পর এই প্রথমবার এমসিআই পরিদর্শন করল এই হাসপাতালটি।

MCI delegates visits hospital in Cooch Behar
পরিদর্শন। নিজস্ব চিত্র

এদিন কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে আসেন দিল্লি থেকে তিন প্রতিনিধি দল। তারা হলেন শৈলেশ কুমার নাগর (বরোদা মেডিক্যাল কলেজ) সন্তোশ এস ভি (হাসান মেডিকেল কলেজ কর্ণাটক) রমা রমন মহান্তি। এদিন পরিদর্শন করতে এসে কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সম্বন্ধে সন্তোষ প্রকাশ করেছেন এমসিআই প্রতিনিধিদলটি।

MCI delegates visits hospital in Cooch Behar
নিজস্ব চিত্র

যদিও ওই দলের এক প্রতিনিধি জানিয়েছেন, হাসপাতালের পরিকাঠামোগত কিছুটা সমস্যা থাকলেও সার্বিকভাবে ঠিকই আছে। মেডিক্যাল কলেজের এখনো ছাত্রবাস তৈরি হয়নি একথাও জানিয়েছেন। কলেজের নতুন ভবন তৈরির কাজও অসম্পূর্ণ আছে।

MCI delegates visits hospital in Cooch Behar
নিজস্ব চিত্র

এমএসভিপি ডক্টর রাজিব প্রসাদ বলেছেন “এমসিআই প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শন করেছেন। তাঁদের রিপোর্ট অনুযায়ী যদি হাসপাতালের কোন সমস্যা থাকে তাহলে তা আমরা সংশোধন করে নেব”। ওই দলের এক প্রতিনিধি জানিয়েছেন হাসপাতালের যে সব সমস্যা আছে তা তিনি উর্দ্বতন কর্তৃপক্ষকে জানাবেন যাতে দ্রুত সমাধন করা হয়।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here