শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
‘নাগরিকতা অমিত শাহের বাপের পোপার্টি না’ ঠিক এই ভাষাতেই বিজেপিকে তীব্র আক্রমণ করলেন সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য তথা প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম। আজ দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক ভবনের সামনে NRC বিরোধী এক সভায় যোগ দিতে এসে এই বক্তব্য পেশ করেন মহম্মদ সেলিম।

বেশ কয়েক হাজার সিপিএমের কর্মী সমর্থকদের উপস্থিতিতে এই সভায় এক এবং প্রধান বক্তাই ছিলেন মহম্মদ সেলিম। তিনি সভা থেকে বিজেপির পাশাপাশি রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারেরও তীব্র সমালোচনা করেন। তিনি বিজেপি ও তৃণমূলকে তীব্র কটাক্ষ করে বলেন NRC নিয়ে দুই দলেই নাটক করছে।

তিনি আরও বলেন কেন্দ্র সরকার রেল,ব্যাঙ্ক, পোস্ট অফিস সব বেঁচে দিচ্ছে। ক্ষুধার তালিকায় ১২৫ টা দেশের মধ্যে ভারত ১০৪ নম্বর স্থান পাওয়া নিয়েও প্রাক্তন এই সাংসদ মোদী সরকারকে আক্রমণ করেন। আজকের এই সভা থেকেই এই সিপিআইএম নেতা সিপিআইএম কর্মী সমর্থকদের ব্লকে ব্লকে NRC বিরোধী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584