নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পুরস্কার প্রদানের মাধ্যমে উৎসাহিত করা হলো কৃতি পরীক্ষার্থীদের।পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল ২০১৮ সালের মেধা অভীক্ষার পুরস্কার প্রদান অনুষ্ঠান।
আরও পড়ুন: ইন্টার্ন শিক্ষক নিয়োগের প্রতিবাদে এবিটিএ
রবিবার সকালে মেদিনীপুর শহরের বার্জটাউনে অবস্থিত এ বি.পি. টি. এ. ভবনে জেলা বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা – ২০১৮ ‘এর জেলাস্তরে দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটি শ্রেণীর ১ম, ২য়, ৩ য়, ৪র্থ, ও ৫ম স্থানাধীকারী মোট ৪৯ জন ছাত্রছাত্রীদের পুরষ্কার, শংসাপত্র ও অর্থ বৃত্তি প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক নন্দদুলাল ভট্টাচার্য্য,জেলা সভাপতি দিলীপ চক্রবর্তী, সন্টু ওঝা, বাবুলাল শাসমল,কৃত্তিবাস পতি,বিভাস পন্ডা, সৌমেন মন্ডল, চন্দ্রশেখর দাসসহ জেলার বিজ্ঞান আন্দোলনের অন্যান্য নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584