কোভিড গাইডলাইন মেনে প্রচার মাধ্যম কাজ শুরু করতে পারেঃ প্রকাশ জাভরেকড়

0
45

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনা পরিস্থিতির মধ্যেও কাজ শুরু করতে পারে প্রচার মাধ্যম। কিন্তু মানতে হবে কোভিড গাইডলাইন। প্রচার মাধ্যমের কাজ শুরুর জন্য নতুন গাইডলাইন প্রকাশ করল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। রবিবার মন্ত্রী প্রকাশ জাভরেকড় বলেন, “প্রবেশ ও প্রস্থান পথে থার্মাল স্ক্রিনিং। ফেসকভার ও মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা আবশ্যিক।”

Prakash Javadkar | newsfront.co
প্রকাশ জাভরেকড়। ফাইল চিত্র

মন্ত্রী বলেছেন, “করোনা আবহে প্রচার মাধ্যম কাজ শুরু করতে পারে। কিন্তু মন্ত্রকের এই এসওপি মেনে চলতে হবে। কর্মস্থলে নিরাপদ পরিবেশ তৈরি করতে এই এসওপি প্রকাশ করা হয়েছে।” মন্ত্রক সূত্রে খবর, এই গাইডলাইন খসড়া। চূড়ান্ত এসওপি স্বরাষ্ট্রমন্ত্রক ও স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে আলোচনা করে তৈরি হবে।

চলতি বছরের শেষে ভারতে আসতে পারে করোনা ভাইরাসের টিকা। এই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন। গাজিয়াবাদে এনডিআরএফ-এর একটা দশ শয্যার হাসপাতালের উদ্বোধনে এসে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “দেশে তৈরি তিনটি ভ্যাকসিনের মধ্যে একটার ক্লিনিকাল ট্রায়াল তৃতীয় পর্যায়ে রয়েছে। আশা করি চলতি বছরের শেষে উৎপাদন শুরু করতে পারবো।”

আরও পড়ুনঃ ফের পিছিয়ে গেল বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়

তাঁর দাবি, “আট মাসের দীর্ঘ লড়াইয়ে দেশে সুস্থতার হার ৭৫ শতাংশ। মোট ২২ লক্ষ মানুষ এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন। আরও সাত লক্ষ মানুষ খুব দ্রুত আরোগ্য লাভ করবেন।” কোভিড পরিকাঠামো প্রসঙ্গে বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, “আমরা পুণের মাত্র একটা ল্যাবরেটরি দিয়ে কাজ শুরু করেছিলাম। এখন দেশে দেড় হাজার ল্যাবরেটরি। শুক্রবার আমরা দশ লক্ষ মানুষের নমুনা পরীক্ষা করেছি।”

এদিকে, শনিবার দৈনিক বিচারে সর্বাধিক ৬৩ হাজার সুস্থতার খবর মিলেছিল। সক্রিয় সংক্রমণের নিরিখে সুস্থতার সংখ্যা ছাপিয়ে গিয়েছে। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৪.৬৯ শতাংশ মানুষ।

আরও পড়ুনঃ ফের ঊর্ধ্বমুখী গ্রাফ, দেশে মোট করোনার বলি ৫৬৭০৬

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক শনিবার সকালে যে পরিসংখ্যান তুলে ধরেছে তাতে দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড সংক্রমণ ঘটেছে। একদিনের মধ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ৮৭৮ জন। ফলে ভারতে এ পর্যন্ত মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯,৭৫,৭০১ জন।

তবে প্রায় ২২.২২ লক্ষ মানুষ এই রোগের সঙ্গে লড়ে সুস্থ হয়ে উঠেছেন। গত একদিনে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৯৪৫ জনের মৃত্যু হয়েছে। ফলে এখনও পর্যন্ত এই মারণ ভাইরাসের কোপে দেশে প্রাণ হারিয়েছেন মোট ৫৫ হাজার ৭৯৪ জন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here