কার্ত্তিক গুহ,পশ্চিম মেদিনীপুরঃ
বারবার ইতিহাসের সাক্ষী শালবনীবাসী।আবার নতুন নজির গড়লেন সেই পিছিয়ে পড়া জঙ্গলমহলের শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ অভিষেক বেরা। উনার অক্লান্ত পরিশ্রম ও অসাধারণ কৃতিত্বে মৃত প্রায় রুগী সুস্থ।ঘটনার ১২ তারিখে পঁয়তাল্লিশ বছরের জোড়াকুশমী, ভাউদী গ্ৰামের ব্যাক্তি রঘুনাথ টুড়ু নামে সকাল থেকে খিঁচুনি সহ অজ্ঞান অবস্থায় শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয় রাত ৯:১৫ মিনিটে। রুগীর অবস্থা আরও সংকট জনক হয়ে পড়ে।উচ্চ রক্তচাপ সহ অজ্ঞান অবস্থায় অনবরত বমি শুরু করে রুগীকে স্থানান্তরিত করার মতো অবস্থা ছিল না।ডাক্তার ও অন্যান্য কর্মীরা স্বশরীরে উপস্থিত থেকে ডাঃ বেরার নিজের উদ্যোগে দূরবর্তী মেদিনীপুর শহর থেকে প্রয়োজনীয় ইঞ্জেকশন ও ওষুধপত্র আনিয়ে রাত ৩:৩০ পর্যন্ত অক্লান্ত পরিশ্রমে রুগিকে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক করে তোলে।রঘুনাথ টুডুর পরিবার ও শালবনবাসীর কাছে ভগবান হিসেবে স্বীকৃতি পেলেন ডঃঅভিষেক বেরা।চিকিৎসকের দায়বদ্ধতা ও দায়িত্বের নব দৃষ্টান্ত প্রতিষ্ঠা করলেন চিকিৎসক অভিষেক বেরা।
আরও পড়ুন: অবলুপ্তির পথে লক্ষ্মীর ভাঁড়, অন্য পেশার সন্ধানে কারিগর
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584