চিকিৎসকের দায়বদ্ধতার নব দৃষ্টান্ত সৃষ্টি শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে

0
126

কার্ত্তিক গুহ,পশ্চিম মেদিনীপুরঃ

Medical liability in the Salboni Super Specialty Hospital
চিকিৎসা।নিজস্ব চিত্র

বারবার ইতিহাসের সাক্ষী শালবনীবাসী।আবার নতুন নজির গড়লেন সেই পিছিয়ে পড়া জঙ্গলমহলের শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ অভিষেক বেরা। উনার অক্লান্ত পরিশ্রম ও অসাধারণ কৃতিত্বে মৃত প্রায় রুগী সুস্থ।ঘটনার ১২ তারিখে পঁয়তাল্লিশ বছরের জোড়াকুশমী, ভাউদী গ্ৰামের ব্যাক্তি রঘুনাথ টুড়ু নামে সকাল থেকে খিঁচুনি সহ অজ্ঞান অবস্থায় শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয় রাত ৯:১৫ মিনিটে। রুগীর অবস্থা আরও সংকট জনক হয়ে পড়ে।উচ্চ রক্তচাপ সহ অজ্ঞান অবস্থায় অনবরত বমি শুরু করে রুগীকে স্থানান্তরিত করার মতো অবস্থা ছিল না।ডাক্তার ও অন্যান্য কর্মীরা স্বশরীরে উপস্থিত থেকে ডাঃ বেরার নিজের উদ্যোগে দূরবর্তী মেদিনীপুর শহর থেকে প্রয়োজনীয় ইঞ্জেকশন ও ওষুধপত্র আনিয়ে রাত ৩:৩০ পর্যন্ত অক্লান্ত পরিশ্রমে রুগিকে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক করে তোলে।রঘুনাথ টুডুর পরিবার ও শালবনবাসীর কাছে ভগবান হিসেবে স্বীকৃতি পেলেন ডঃঅভিষেক বেরা।চিকিৎসকের দায়বদ্ধতা ও দায়িত্বের নব দৃষ্টান্ত প্রতিষ্ঠা করলেন চিকিৎসক অভিষেক বেরা।

আরও পড়ুন: অবলুপ্তির পথে লক্ষ্মীর ভাঁড়, অন্য পেশার সন্ধানে কারিগর

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here