নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক, সেবিকা ও অন্য কর্মীরা ছুটি নিয়ে কোনও ভাবেই জেলার বাইরে যাওয়া চলবে না বলে জানিয়ে দিলেন স্বাস্থ্য দফতরের উত্তরবঙ্গের স্পেশাল মেডিকেল অফিসার। যদিও এ নিয়ে জেলা স্বাস্থ্য দফতরের বক্তব্য, “চিকিৎসকরা এই মুহূর্তে জেলার বাইরে গেলে সংক্রমণের আশঙ্কা থেকেই যায়। তাই অবাধ যাতায়াতের ওপর লাগাম টানার জন্যই এই সিদ্ধান্ত”।

পাশাপাশি স্বাস্থ্য দফতর সূত্রে জানা আরও গিয়েছে, বর্তমানে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের সংখ্যা ১৭০ জন। এদের মধ্যে বেশ কয়েকজন চিকিৎসক মাঝে মধ্যেই ছুটি নিয়ে কলকাতা শহরে যাচ্ছেন বলেও অভিযোগ উঠছে। তার ফলেই রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন হাসপাতালের অন্যান্য স্বাস্থ্যকর্মী, নার্স এবং বিভিন্ন বিভাগের চিকিৎসকরা।
আরও পড়ুনঃ ভিড় সরাতে পুলিশের লাঠিচার্জ ইসলামপুরে
জানা গেছে, ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন এলাকা ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত হয়েছে। তবে হাসপাতালের অন্য কর্মীদের বক্তব্য, যদি কোনও ভাবে কোনও চিকিৎসক যাতায়াতের পথে বা কলকাতা শহরে গিয়ে সংক্রমিত হন। সেক্ষেত্রে জেলার অন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও সংক্রমিত হতে পারেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584