মধ্যযুগীয় বর্বরতার নীরব সাক্ষী শহর মেদিনীপুর

0
435

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

medieval town of Medinipur
উদাসীন।নিজস্ব চিত্র

উঠছে প্রশ্ন,এ কোন মেদিনীপুর?
বিদ্যাসাগর ক্ষুদিরাম মাতঙ্গিনীর মেদিনীপুরে এ কোন মধ্যযুগীয় বর্বরতা?আজ শহর মেদিনীপুরের বুকে যে ঘটনাটি ঘটল তা কখনোই প্রগতিশীল উন্নয়নশীল মানবিক মেদিনীপুর বলা যায় না।চোর সন্দেহে ল্যাম্পপোস্টের থামে বেঁধে পেটানো হলো এক যুবককে।ঘটনাটি ঘটলো ব্যস্ততম মেদিনীপুর শহরের ব্যাস্ততম এলআইসি চকে।শনিবার সকালে এলাকায় ইতস্তত ঘুরতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের।সে সময়ে কিছু স্থানীয় মানুষ তাকে ধরে এনে ল্যাম্পপোস্টের সঙ্গে দড়ি দিয়ে বাঁধে সাথে চলে গণপ্রহার।এমন কি পরনের কাপড় খুলে জনসমক্ষে নগ্ন করে দেওয়া হয় তাকে। চোখে পড়ে ল্যাম্পপোষ্টে বাঁধা অবস্থায় নগ্ন ওই যুবকের সঙ্গে শহরবাসীর সেলফি তোলার হিড়িকও। ঘটনাটি দেখলে মধ্যযুগীয় আফ্রিকানদের কথা মনে পড়ে যায়।আর এই ঘটনাটি চোখে পড়তেই কয়েকজন খবর দেয় মেদিনীপুর কোতোয়ালি থানায়।পরে কোতোয়ালী থানার পুলিশ এসে যুবকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।কি চুরি করতে এসেছিল,কার চুরি করেছে কেউ বলতে পারেননি।আর এই ভাবে প্রকাশ্যে নগ্ন করে এক যুবককে ল্যাম্পপোষ্টে বেঁধে কেন মারধোর করা হলো শুধুমাত্র সন্দেহের বশে এই বিষয়টিতে মুখ খুলতে নারাজ স্থানীয় বাসিন্দা থেকে প্রশাসনের কর্তা ব্যক্তি কেউই।

medieval town of Medinipur
মধ্যযুগীয় বর্বরতা।নিজস্ব চিত্র

আরও পড়ুন: ময়ূরাক্ষী ফার্স্ট প্যাসেঞ্জারের স্টপেজের আশায় মানকর

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here