ময়ূরাক্ষী ফার্স্ট প্যাসেঞ্জারের স্টপেজের আশায় মানকর

0
1132

সুদীপ পাল,বর্ধমানঃ

mayurakshi first passenger stop for hope
ময়ূরাক্ষী ফার্স্ট প্যাসেঞ্জার মানকর স্টেশন পাশ করছে,নেই স্টপেজ।নিজস্ব চিত্র

বর্ধমান-আসানসোল শাখায় একটি গুরুত্বপূর্ণ স্টেশন মানকর। একাধিক ব্যাংক, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, ইঞ্জিনিয়ারিং কলেজ,বি.এড কলেজ,মানকর ডিগ্রী কলেজ, দুটি উচ্চ বিদ্যালয়, একাধিক প্রাইমারী স্কুল ও বেশ কিছু সরকারী দফতর যার মধ্যে উল্লেখ্য দুটি ব্লকের অবস্থান, ইলেকট্রিক অফিস সহ বেশ জনবহুল এই মফস্বল। স্কুল কলেজ এবং সরকারী-বেসরকারি দফতর থাকায় আশেপাশের অঞ্চল থেকে বহু মানুষের নিত্য যাতায়াত মানকরে। অমরারগড়, ভাতকুন্ডা, সুয়াতা সহ বিস্তীর্ণ জঙ্গল মহলের মানুষ নির্ভর করে মানকর স্টেশনের উপর, কিন্তু এক্ষেত্রে প্রধান সমস্যা রেল যোগাযোগ।বস্তুত ট্রেনের সময়ের ব্যবধান বেশি থাকায় বিপাকে পড়েন বহু যাত্রীই। একাধিকবার মানকরবাসীর পক্ষ থেকে রেল কর্তৃপক্ষীয়দের আর্জি জানিয়েও কোন কাজ হয়নি।জাতীয় কংগ্রেস এর পক্ষ থেকে এবং নিত্যযাত্রীদের পক্ষ থেকেও বহুবার আর্জি জানানো হলেও কোন ফল হয়নি।
মানকরবাসীর প্রধান দাবী,স্টপেজ দেওয়া হোক ময়ূরাক্ষী ফাষ্ট প্যাসেঞ্জারকে। নিত্যযাত্রী গৌরব দাস বলেন, মানকরে ময়ূরাক্ষী দাঁড়ালে আমরা সরাসরি হাওড়া যেতে পারবো লোকালের ভাড়ায়। হাওড়া যাওয়ার সময় ময়ূরাক্ষী সকালে ৮.৪০ এর দিকে পাস করে, ওই সময় দাঁড়ালে বর্ধমান যারা যাবেন তাদেরও সুবিধা হবে। তাছাড়া মানকরে ৯টার লোকাল প্রায় দেরীতে আসে ফলে হাওড়া যাওয়ার সংযোগী ১০ টার লোকাল ট্রেনটি কেও ধরাতে পারে না। তবে আরো সুবিধা হবে ফেরার সময় দাঁড়ালে। কারণ ওই সময় কোন ট্রেন নেই। বর্ধমান থেকে মানকর আসার ট্রেন বিকাল ৫.২৫ এর পর আবার রাত্রি ৮টা। এই দীর্ঘসময় অপেক্ষা করতে হয় যাত্রীদের। ময়ূরাক্ষী বর্ধমানে আসে ৬.২১ এ।মানকরে ময়ূরাক্ষী থামলে এই দুই লোকাল ট্রেনের মাঝে যাতায়াতে খুব সুবিধা হত।
একই মত প্রকাশ করেন প্রাইমারী স্কুল শিক্ষক ঈশ্বর লাল পরামানিক। তিনিও বলেন আগে বহুবার বলা হয়েছে কিন্তু কর্তৃপক্ষ সে আবেদন রাখেনি। এবার দেখা যাক কোন সুরাহা হয় কিনা।
মানকরের বাসিন্দাদের পক্ষ থেকে ডি.আর.এম কে প্রস্তাব পত্র পাঠানো হয়েছিল। ডি.আর.এম পত্রের প্রাপ্তি স্বীকার করেছেন।
আশায় বুক বাঁধছে মানকর, কবে ময়ূরাক্ষী থামবে তাদের স্টেশনে।

আরও পড়ুন: আবৃত্তি মেলা,বাচিক কর্মশালা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here