করোনার হটস্পট এগরা, সংক্রমণ রুখতে সিল দুই মেদিনীপুরের সীমান্ত

0
237

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

strict on road | newsfront.co
রাস্তায় কড়া নজরদারি প্রশাসনের। নিজস্ব চিত্র

এক বিয়ে বাড়ির ভোজ রাতারাতি রাজ্যের মানচিত্রে আলাদা জ্যায়গা করে দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার এগরাকে। করোনা অসতর্কতায় পূর্ব মেদিনীপুরের এগরা এখন ‘হটস্পট’। আর ঠিক এই কারণেই প্রশাসনিক তৎপরতায় কার্যত দূর্গের চেহারা নিয়েছে গোটা এগরা।

road | newsfront.co
নিজস্ব চিত্র

এমনকি সিল করে দেওয়া হয়েছে দুই জেলার বর্ডার। পশ্চিম মেদিনীপুরের জাহালদা থেকে পূর্ব মেদিনীপুরের এগরা মেরে কেটে ১০ কিলোমিটার। তাই কড়া নিরাপত্তা জাহালদা এলাকায়।

empty road | newsfront.co
শুনশান রাস্তা। নিজস্ব চিত্র

ভারি পন্যবাহী লড়ি থেকে শুরু করে ছোট গাড়ি, বাইক, সাইকেল কিংবা পথচারী ছাড়া হচ্ছে না কাউকেই।
শুধুমাত্র “এসেন্সিয়াল কমেডিটিজ” এর গাড়ি ছাড়া দুই জেলার মধ্যে যাতায়াত কার্যত বন্ধ।

আরও পড়ুনঃ লকডাউনের সুযোগে ফোনে মহিলার অ‍্যাকাউন্ট থেকে মোটা টাকা হাতালো প্রতারক

thermal checking | newsfront.co
থার্মাল চেকিং-এ পরীক্ষা। নিজস্ব চিত্র।

আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব কোন অজুহাতেই মিলছে না ছাড়পত্র। এমনকি জরুরী পণ্যবাহী গাড়ি যাতায়াতের ক্ষেত্রেও চালক ও খালাসিদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বেশ কয়েক ধাপে। থার্মাল স্ক্রিনিংয়ের পর সবুজ সংকেত পেলেই ঢুকতে দেওয়া হচ্ছে পশ্চিম মেদিনীপুরে।

health check up | newsfront.co
চলছে স্বাস্থ্য পরীক্ষা। নিজস্ব চিত্র
egra bus stand | newsfront.co
নিজস্ব চিত্র

প্রসঙ্গত এগরায় হোমিওপ্যাথিক চিকিৎসকের বিলাসবহুল বিয়ে বাড়িতে যোগ দিয়েই করোনা সংক্রমিত হয় নয়াবাদের এক বৃদ্ধর। তারপর একে একে বেড়েছে করোনা সংক্রমিতের সংখ্যা।

Suman Kanti Ghosh | newsfront.co
সুমন কান্তি ঘোষ,এসডিপিও, বেলদা। নিজস্ব চিত্র

ইতিমধ্যেই করোনার ‘হটস্পট’ হিসাবে চিহ্নিত করা হয়েছে এগরাকে। আর সেই কারণেই চূড়ান্ত প্রশাসনিক তৎপরতা দুই জেলার সীমান্তে জানিয়েছেন সুমন কান্তি ঘোষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here