নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
রবিবার পশ্চিম মেদিনীপুর জেলায় শ্রমিক মেলার উদ্বোধন হল মেদিনীপুর শহরে। মেদিনীপুর শহরের বার্জ টাউন মাঠে এদিন শ্রমিক মেলার উদ্বোধন হয়। উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র।
মূলত জেলার অসংগঠিত শ্রমিকদের সংগঠিত করার লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ।জেলার অসংগঠিত শ্রমিকদের কে সংগঠিত করে সরকারি সমস্ত সুযোগ সুবিধা প্রদানের জন্য শ্রমিক মেলার আয়োজন বলে জানা গেছে।
বর্তমান সময়ে শ্রমিকরা কি ধরনের সুযোগ-সুবিধা পায় আগামী দিনে কি ধরনের সুযোগ-সুবিধা পেতে পারে সে বিষয়ে পরিষ্কার মতামত জানানো যায় এই শ্রমিক মেলার মাধ্যমে।৩ ও ৪ জানুয়ারী এই শ্রমিক মেলা চলবে। শ্রমদফতরের উদ্যোগে এই মেলার শ্রম দফতরের আধিকারিকরা থাকছেন বিভিন্ন স্টল নিয়ে।
রবিবার মেদিনীপুর শহরের বার্জ টাউন মাঠে পশ্চিম মেদিনীপুর জেলার শ্রমিক মেলার উদ্বোধন করে রাজ্যের জল সম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, “রাজ্যের অসংগঠিত শ্রমিকদের উন্নয়নের জন্য রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে দেড় জনের সরকার চলছে বলে বালুরঘাটে মন্তব্য কৈলাশের
এই শ্রমিক মেলার মাধ্যমে সেই প্রকল্পগুলির সুযোগ-সুবিধা অসংগঠিত শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে তৃণমূলের ভাঙ্গন ধরালেন শুভেন্দু অধিকারী
রাজ্য সরকার আগামী দিনে অসংগঠিত শ্রমিকদের পাশে রয়েছে বলে তিনি জানান। সেই সঙ্গে তিনি শ্রমিক মেলার সাফল্য কামনা করেন এবং ওই মেলায় অসংগঠিত শ্রমিকদের অংশগ্রহণ করার আহ্বান জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584