নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
সম্পর্কের টানাপড়েন নাকি ডাক্তারি পড়ার চাপ থেকে মানসিক অবসাদ? কান্দী নিবাসী মেদিনীপুর মেডিক্যাল কলেজের ডাক্তারি ছাত্রীর আত্মহত্যার ঘটনায় শিক্ষা মহলে ঘুরপাক খাচ্ছে নানান প্রশ্ন৷ মেদিনীপুর মেডিক্যাল কলেজের হস্টেল থেকে উদ্ধার করা হল ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ।
বন্ধু মহলে মেধাবী ছাত্রী বলেই সকলে চিনত মিনি ঘোষকে৷ মেদিনীপুর মেডিক্যাল কলেজের শিশু বিভাগের (পিজিটি) দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল মিনি৷ মঙ্গলবার রাতে হস্টেলের ঘর থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ৷ তবে হস্টেলের অন্যান্য সহপাঠীদের সঙ্গে পুলিশ কথা বলেছে৷ খবর দেওয়া হয়েছে মিনির পরিবারকে৷ পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতের নাম মিনি ঘোষ (২৭)। তবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও তাঁর ঘর থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মেডিক্যাল কলেজ চত্বরে।
মিনির বাড়ি মুর্শিদাবাদের কান্দির ঘোষবাটি গ্রামে। কৃষক পরিবারের বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল মিনি ৷ স্বভাবতই মেয়ের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন পরিবার ৷ মিনির আত্মহত্যার খবরে হতবাক তাঁর বন্ধুরাও ৷ মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল থেকেই পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলেন মিনি। সিনিয়র চিকিৎসকদের সঙ্গে তাঁর একটি সেমিনারে যোগ দেওয়ার কথা ছিল। সেই সেমিনারের প্রস্তুতি হিসেবেই নানান কাজ করছিলেন। কিন্তু, রাত পর্যন্ত দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় সহপাঠীদের। তাই রাত দশটা থেকে মিনিকে ডাকাডাকি করেন তাঁরা। অনেকক্ষণ ধরে ডাকাডাকির পরও মিনি দরজা না খোলায় তাঁদের সন্দেহ আরও বেড়ে যায়।
আরও পড়ুনঃ রাজস্থানে বাস ও ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষ, আগুনে ঝলসে মৃত্যু অন্তত ১২ জনের
অবশেষে দরজা ভেঙে তাঁরা ঘরে ঢোকেন। তখনই ঘর থেকে ঝুলন্ত অবস্থা উদ্ধার করা হয় মিনিকে। সঙ্গে সঙ্গে কোতোয়ালি থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মিনির ঘর থেকে মিলেছে একটি সুইসাইড নোট৷ বুধবার মৃত মিনির ময়নাতদন্তের পরই দেহ তুলে দেওয়া হবে মিনির পরিবারকে৷ তবে কি কারণে ডাক্তারি পড়ুয়া আত্মহত্যা করলেন তা এখনও অধরা। মিনি ঘোষের পরিবারের সদস্যরা মিনি ঘোষের নিথর দেহ গ্রামে ফিরিয়ে নিয়ে আসার জন্য ইতিমধ্যেই মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ঘোষবাটি গ্রামে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584