নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বর্তমান মহামারী করোনা ভাইরাসের প্রকোপ থেকে সাধারণ মানুষের রক্ষার্থে রাজ্যে জারি রয়েছে লকডাউন। আর এই নির্দেশিত লকডাউনটি অনেকেই মানছেন না। এবার সেই সব মানুষদের জন্য এক অভিনব উদ্যোগ নিল মেদিনীপুর পুরসভা ও মহকুমা শাসক।
মেদিনীপুর শহরে মহামারী করোনা সচেতনতামূলক কর্মসূচি হিসেবে রাস্তা জুড়ে বিভিন্ন চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে বর্তমান মহামারী সম্পর্কিত ধারণা।
আরও পড়ুনঃ মহামারী ঠেকাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান জৈন পরিবারের
এদিন মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়, এলআইসি মোড়, কেরানিতলা, বটতলা, পঞ্চুরচক ও সিপাইবাজার এলাকাগুলিতে শহরের বেশ কয়েকজন চিত্র শিল্পীর হাতের কারুকার্যের দ্বারা, বর্তমানে মহামারীর পরিস্থিতি বোঝাতে বিভিন্ন চিত্রের মাধ্যমে সচেতন করা হচ্ছে।
জানা গেছে পশ্চিম মেদিনীপুরের মহকুমাশাসক দীন নারায়ন ঘোষ ও মেদিনীপুর পুরসভার উদ্যোগে এমনই কর্মসূচি গ্রহণ করেন।আর তাদের এই উদ্যোগকে যথেষ্ট সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584