মাওবাদী অধ্যুষিত এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে পশ্চিম মেদিনীপুর পুলিশ

0
74

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

মাওবাদী অধ্যুষিত এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়ালো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। মঙ্গলবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু।

midnapore police protect madhyamik candidates in anti social areas | newsfront.co
নিজস্ব চিত্র

এর আগে সোমবার মাওবাদী প্রভাবিত থানা এলাকার ১০২৬ জন পরীক্ষার্থীর হাতে বোর্ড , পেন জ্যামিতি বাক্স তুলে দিল পুলিশ।

এদিন বিকেলে জেলা পুলিশ সুপার দীনেশ কুমার সাংবাদিক বৈঠকে জানান , এটা পুলিশের একটা মানবিক মূল্যবোধ।

police super | newsfront.co
দীনেশ কুমার, জেলা পুলিশ সুপার। নিজস্ব চিত্র

এদিকে জেলার সমস্ত থানা, পুলিশ কার্যালয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য থাকবে হুইল চেয়ার, ওঠার ঢালু পথ। তারা থানায় আসলে এই চেয়ার ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুনঃ রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা, কোচবিহারে পরীক্ষার্থী ৩৮,৭৭১

midnapore police protect madhyamik candidates in anti social areas | newsfront.co
নিজস্ব চিত্র

আর একজন থাকবে তাঁদেরকে ওসি , আইসি বা পুলিশ কর্তাদের কাছে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। এসপি জানান, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সবরকম সতর্কতা জারি থাকবে। মাইক বাজালে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

কোনো ছাত্রীকে কেউ বিরক্ত করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসপি জানান, গত দুদিন ধরে অভিযান চালিয়ে বিভিন্ন থানা এলাকা থেকে সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here