নিজস্ব প্রতিবেদক,পশ্চিম মেদিনীপুরঃ
কলকাতার সংস্কৃতি প্রেমী মানুষ ও গুণীজনদের মন জয় করলেন মেদিনীপুরের দুই সুপরিচিত বাচিক শিল্পী চিত্তরঞ্জন দাস ও রত্না দে। সম্প্রতি কলকাতার স্বনামধন্য সাংস্কৃতিক সংস্থা “সুর শ্রুতি” র উদ্যোগে নন্দন চত্বরে অবস্থিত জীবনানন্দ সভাঘরে একটি একটি বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি শিল্পী হিসেবে হাজির ছিলেন মেদিনীপুরের এই দুই প্রথিতযশা শিল্পী। অনুষ্ঠানে শ্রুতিমধুর আবৃত্তি ও মনোজ্ঞ শ্রুতি নাটক উপস্থাপন করে সভাঘরে উপস্থিত অপরাপর খ্যাতনামা শিল্পী ও শ্রোতাদের মন জয় করে প্রশংসা কুড়িয়েছেন চিত্তরঞ্জন দাস ও রত্না দে। ইতিমধ্যে শুধু কলকাতা নয় শান্তিনিকেতন , কাটোয়া, জামশেদপুর সহ রাজ্য ও দেশের নানা প্রান্তে আবৃত্তি ও শ্রুতিনাটক পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছেন এই দুই শিল্পী।
এঁদের পারফরমেন্স অভিভূত আয়োজক সংস্থা “সুর শ্রুতি”র কর্ণাধার সুস্মিতা দাশ সহ অন্যান্যরা। তাঁরা এঁদের নিয়ে আরও অনুষ্ঠান করতে আগ্রহী।অন্যদিকে কলকাতার মানুষের ভালোবাসা পেয়ে অভিভূত মেদিনীপুরের “কাব্য ও কলা” আবৃত্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের দুই প্রাণভোমরা চিত্তরঞ্জন দাস ও রত্না দে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584