নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
সর্বভারতীয় মঞ্চে সফল হলেন মেদিনীপুরের দুই আবৃত্তিকার।কলকাতায় সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদ আয়োজিত এই বছর জানুয়ারি মাসে অনুষ্ঠিত ৪২ তম সর্বভারতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় আবৃত্তি বিষয়ে (গ্রুপ-বি ,১০থেকে ১৫ বছর) প্রথম ও তৃতীয় স্থান অধিকার করে মেদিনীপুর শহরের দুই উদীয়মান আবৃত্তিকার যথাক্রমে পরমা মান্না ও অনুভব পাল।
মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি সংলগ্ন রথীন্দ্র মঞ্চে অন্যান্যদের সাথে পুরস্কৃত করা হলো মেদিনীপুরের বিদ্যাসাগর বিদ্যাপীঠের (বালিকা বিভাগ) নবম শ্রেণীর ছাত্রী পরমা মান্নাকে এবং মেদিনীপুর কলেজিয়েট স্কুলের (বালক বিভাগ)পঞ্চম শ্রেণীর ছাত্র অনুভব পালকে।
মেদিনীপুরের আবৃত্তির পক্ষে দুইজনের এই মুকুট জয়, এই সম্মান প্রাপ্তি অত্যন্ত আনন্দের বলে জানিয়েছেন মেদিনীপুর শহরের সুপরিচিত বাচিক শিল্পী তথা পরমা মান্নার আবৃত্তির প্রশিক্ষক কৌস্তুভ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ স্বর-আবৃত্তি,মেদিনীপুরের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান “উৎসারিত আলো”
অন্যদিকে ছাত্র অনুভবের সাফল্যে খুশি অনুভবের প্রশিক্ষিকা সুতনুকা মাইতি।এই দুই আবৃত্তিকারকে নিয়ে আনন্দের রং জেলায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584