নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বুধবার মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় মেদিনীপুর টাউন মুসলিম কমিটির পক্ষ থেকে সবেবরাত অনুষ্ঠান বৃহস্পতিবার বাড়িতে পালন করার জন্য মাইকিং করে প্রচার করা হয়। মেদিনীপুর টাউন মুসলিম কমিটির সম্পাদক আব্দুল ওয়াহেদ বলেন বৃহস্পতিবার সবেবরাত অনুষ্ঠান। ঐদিন মাজার ,মসজিদ ও কবরস্থানে না যাওয়ার জন্য তিনি মুসলিম সম্প্রদায়ের সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানান।

তিনি বলেন আপনারা মাজার, মসজিদ ও কবরস্থানে যাবেন না।সবেবরাত অনুষ্ঠান বাড়িতে পালন করবেন। সেই সঙ্গে তিনি বলেন করোনা ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে দেশজুড়ে লকডাউন চলছে। একসঙ্গে বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

তাই এই লকডাউন মেনে চলার জন্য তিনি সকলকে বাড়িতেই সবেবরাত অনুষ্ঠান পালন করার আবেদন জানান। অপরদিকে মেদিনীপুর শহরের তাঁতি গেড়িয়া কবরস্থান উন্নয়ন কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার সবেবরাত এর অনুষ্ঠান বন্ধ করা হয়েছে।

আরও পড়ুনঃ ব্লাড ব্যাংকের সংকট রুখতে রক্তদান জেলা প্রশাসনের
তাঁতি গেড়িয়া কবরস্থান উন্নয়ন কমিটির পক্ষ থেকে জানানো হয়, যে প্রতিবছর সবেবরাতের দিন হাজার হাজার মানুষ এই কবরস্থানে আসেন। তাই করোনা ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে একসঙ্গে বহু মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তাই ওই কমিটিরপক্ষ থেকে সর্বস্তরের মানুষকে বৃহস্পতিবার সবেবরাত অনুষ্ঠানের দিন তাঁতি গেড়িয়া কবরস্থানে না আসার জন্য আবেদন জানানো হয়।

সেইসঙ্গে সকলকে করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য বাড়িতে থাকার আবেদন জানিয়ে লকডাউন মেনে চলারও আবেদন জানানো হয় মেদিনীপুর শহরের তাঁতি গেড়িয়া কবরস্থান উন্নয়ন কমিটির পক্ষ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584