সুদীপ কুমার খাঁড়া, নিউজ ফ্রন্ট,মেদিনীপুর:
‘ধর্ম অন্তরের সাধনা বিভেদের নয়- আসুন,মানুষের ঐক্য গড়ে বাংলার ঐতিহ্য রক্ষা করি’-এই উদাত্ত আহ্বান নিয়ে সম্প্রীতি রক্ষার জন্য পদযাত্রা করলেন মেদিনীপুরের লেখক, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী,বুদ্ধিজীবী সহ অসংখ্য শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ।রবিবার পদযাত্রা শুরু হয় শহরের পঞ্চুর চক থেকে।এরপর এই পদযাত্রা এল.আই. সি. মোড় হয়ে গান্ধীমোড়,গান্ধীমোড় থেকে হাসপাতাল রোড,হাসপাতাল রোড় থেকে বটতলা চক, গোলকুঁয়ার চক হয়ে পুনরায় রবীন্দ্র মূর্তির পাদদেশে শেষ হয়। এই মহতী পদযাত্রায় অংশগ্রহণ করেন মেদিনীপুর কলিজিয়েট স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ও প্রাবন্ধিক হরিপদ মন্ডল, মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ মুকুল রঞ্জন রায়, সমাজকর্মী ও বিশিষ্ট প্রাবন্ধিক রোশেনারা খাঁন, মেদিনীপুর কলেজের অধ্যাপক সুধীন্দ্রনাথ বাগ, লেখক ও শিল্পী অচিন্ত্য মারিক, কবি প্রদীপ দেব বর্মণ,সংগীত শিল্পী মাতুয়ার মল্লিক, শিল্পী মানব মুখার্জী, চিকিৎসক বিবেক বিকাশ মন্ডল, আইনজীবী আলি আকবর খাঁন, অধ্যাপিকা উদিতা ভট্টাচার্য্য ,সমাজকর্মি চন্দ্রিমা সামন্ত সহ বহু বিশিষ্টজন।

মিছিল শুরুর আগে রবীন্দ্র মূর্তির পাদদেশে পথসভায় বক্তব্য রাখেন হরিপদ মন্ডল, মুকুল রঞ্জন রায়, রোশেনারা খাঁন প্রমুখ-প্রত্যেকেরই দাবি আর বিভাজন নয়। সম্প্রতির আহ্বান জানিয়ে সংগীত পরিবেশন করেন শিল্পী মাতুয়ার মল্লিক, কবিতা আবৃত্তি করেন কবি প্রদীপ দেব বর্মন। দেশের বর্তমান অস্থির পরিস্থিতিতে সম্প্রীতি রক্ষার এই পদযাত্রা করে নিজেদের যথার্থ দায়িত্ব পালন করলেন ঐতিহাসিক মেদিনীপুর শহরের প্রগতিশীল বিশিষ্টজনেরা। যাকে সবাই সাধুবাদ জানাচ্ছে। এই পদযাত্রা থেকে বলিষ্ঠ কণ্ঠে দাবি উঠল – ভারতের বহুত্ববাদী সংস্কৃতি ও দেশের সংবিধানের ধর্মনিরপেক্ষ কাঠামো রক্ষার।আর বিভেদ নয়, শান্তি ও সৌহার্দ্যের বাতাবরণ তৈরি হোক বাংলা তথা সমগ্র দেশে।সকল সংকীর্ণতা ভুলে মানবতার জয়গানে মুখরিত হোক আকাশ বাতাস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584