ভিত্তিহীন যৌন নিগ্রহের অভিযোগে সংগীতশিল্পী মিশা সাফির কারাদণ্ডের সাজা ঘোষণা

0
71

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ভিত্তিহীন যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করার অপরাধে পাকিস্তানি সংগীতশিল্পী মিশা সাফিকে তিন বছরের কারাদণ্ডের সাজা শোনালো আদালত।

Ali Zafar Meesha Shafi | newsfront.co
আলি জাফর, মিশা সাফি। কোলাজ চিত্র

গায়ক ও অভিনেতা আলি জাফরের বিরুদ্ধে তিনি যে যৌন নিগ্রহের অভিযোগ করেছিলেন তা ভিত্তিহীন।
পাকিস্তানি গায়ক ও অভিনেতা আলি জাফর বলিউডেরও এক পরিচিত মুখ। ২০১৮ সালে যখন বিশ্ব জুড়ে হ্যাশট্যাগ মি-টু আন্দোলন দানা বাঁধছে তখন বিভিন্ন দেশের, বিভিন্ন স্তরের মহিলারা তাঁদের ওপর কোন না কোন সময়ে ঘটা যৌন নিগ্রহের বিরুদ্ধে মুখ খুলেছেন। সেই সময়ে সংগীতশিল্পী মিশা সাফি যৌন নিগ্রহের অভিযোগ আনেন সহকর্মী আরেক সংগীতশিল্পী ও অভিনেতা আলি জাফরের বিরুদ্ধে।

মিশার আনা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন জাফর। শুধু তাই নয়, মিশার বিরুদ্ধে মানহানির মামলাও করেন তিনি। মিশার অভিযোগ ভিত্তিহীন এবং তা অপূরণীয় ক্ষতি করেছে অভিনেতা আলি জাফরের পেশাগত জীবনে এই অপরাধে মিশাকে তিন বছরের কারাদণ্ডের সাজা শোনালো পাকিস্তানের এক আদালত।

আদালতের রায়ে অত্যন্ত ক্ষুব্ধ সংগীতশিল্পী মিশা। একটি আন্তর্জাতিক পোর্টালে পাকিস্তানের আদালতের রায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি। ওই পোর্টালে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “যৌন নিগ্রহের মামলায় কোন মহিলা সহজে ন্যায়বিচার পান?” তিনি আরও বলেন যে, একাধিকবার সহকর্মী আলি জাফরের কাছে শারীরিকভাবে যৌন নিগ্রহের লক্ষ্য হয়েছেন তিনি।

আরও পড়ুনঃ রোজগার বন্ধ দ্রুত শেষ হোক তদন্ত, চান বেঙ্গালুরুর অনলাইন ফুড ডেলিভারি এজেন্ট

মিশার বক্তব্য,” যে সময়ে আমি যৌন হেনস্থার শিকার হয়েছি তখন আমি নাবালিকা ছিলাম না যে কিছু বুঝতে পারবো না। ওই সময়ে আমি একজন প্রতিষ্ঠিত, স্বাধীন মহিলা যার সাহস আছে মনের কথা স্পষ্ট করে ভাষায় প্রকাশ করার। তখন আমি দুই সন্তানের মা, কাজেই যৌন হেনস্থা বুঝতে পারার এবং তার বিরুদ্ধে মুখ খোলার মত যথেষ্ট উপযুক্ত বয়স, বিবেচনা দুটোই ছিল আমার।”

অন্যদিকে আলি আগাগোড়াই এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে এসেছেন এবং নিজের দাবির স্বপক্ষে বিবৃতিও দিয়েছেন তিনি। আলি বলেন, ” সোশ্যাল মিডিয়ায় কাদা ছোঁড়াছুঁড়ির পরিবর্তে আমি আইনের দ্বারস্থ হবো। সত্য প্রকাশ্যে আসবেই।” মেরে ব্রাদার কি দুলহন ছবির অভিনেতা এরপরেই মিশা সাফির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন পাকিস্তানের এক আদালতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here