দক্ষিন ২৪ পরগনা,সিমা পুরকাইতঃ
আর্ন্তজাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে কর্মী বৈঠক করল পশ্চিমবঙ্গ গনতান্ত্রিক অধিকার রক্ষা কেন্দ্র।সংগঠনের রাজ্য সভাপতি শিশির বসুর নেতৃত্বে জেলা কর্মকর্তাদের নিয়ে বকখালিতে কর্মী সভার আয়জন করা হয় ।

১৯৮৭ সালে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক অধিকার রক্ষা কেন্দ্র স্থাপিত হওয়ার পর থেকে দক্ষিন ২৪ পরগনা সহ দক্ষিণ সুন্দরবনে বিভিন্ন এলাকায় পশ্চিমবঙ্গ গনতান্ত্রিক অধিকার রক্ষা কেন্দ্র নামে মানবধিকার সংগঠনটি একাধিক কাজে অংশ নেয়।কখনো দুঃস্থদের বিনি পয়সায় পরিসেবা প্রদান কখনো বা অসহায় পরিবার পরিজনদের পাশে দাঁড়ানো।কখনো আবার সংগঠন কর্মীদের অক্লান্ত পরিশ্রমে পুলিশ প্রশাসনের উপর কথোপকথোন।১৮০০০ কর্মীর অক্লান্ত পরিশ্রমে আজ দিশারি পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক অধিকার রক্ষা কেন্দ্র।রাজ্য সভাপতি শিশির বসু জানান ১৯৮৭ সালে সংগঠন প্রতিষ্ঠা হওয়ার সময় মাত্র সদস্য সংখ্যা ছিল সারে তিন হাজার।আজ তা অনেকটা ছাড়িয়েছে।৩১ বছরের সাংগঠনিক দিক মজবুত গড়েছে প্রত্যেক কর্মীদের মানসিকতা এক থাকার কারনে।তাই বিশ্বমানবাধিকার দিবসের দিন কর্মীদের একত্রিত করন পাশাপাশি অধিকার অক্ষুন্ন রাখতে এক মহাসভার আয়োজন করা হবে।যেখানে রাজনৈতিক দলাদলি নয়।সকল দলের নেতৃত্ব সহ থাকবেন প্রশাসনিক কর্তারা।উপস্থিত থাকবেন মথুরাপুর কেন্দ্রের সাংসদ চৌধুরী মহন জাটুয়া,সুন্দরবন উন্নয়ন দফতরের মন্ত্রী মন্টুরাম পাখিরা,পঞ্চায়েত মন্ত্র সুব্রত মুখার্জি,সাগরদ্বীপের বিধায়ক বঙ্কিম হাজরা,থাকবেন সমির জানা পাথরপ্রতিমার বিধায়ক।

এছাড়া উপস্থিত থাকবেন এসপি সুন্দরবন,এসডিও কাকদ্বীপ ,থানার পদাধিকার পুলিশ কর্তারা। বকখালিতে মানবধিকার দিবস উপলক্ষ্য শতাধিক কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন করে পশ্চিমবঙ্গ গনতান্ত্রিক অধিকার রক্ষাকেন্দ্র। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শিশির বসু। জেলার সভাপতি,সহসভাপতি সম্পাদক সহ সংগঠনের কর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584