মনিরুল হক,কোচবিহারঃ
লোকসভা নির্বাচনকে সামনে রেখে কোচবিহার পুলিশ লাইন কনফারেন্স হলে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক হল মঙ্গলবার।
এই বৈঠকে প্রশাসনিক কর্তাদের সাথে বৈঠক হয় পুলিশ প্রশাসনের। নিজেদের মধ্যে সমন্বয় গড়তেই এই বৈঠক বলে জানান কোচবিহার লোকসভা কেন্দ্রের নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক কৌশিক সাহা।
আন্তঃ রাজ্য ও আন্তঃ রাষ্ট্র সীমান্তের এই জেলায় নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে এই ধরনের বৈঠক বলে জানা গেছে। বৈঠক শেষে জেলাশাসক জানান, সাত দফা নির্বাচনের প্রথম দিন কোচবিহার লোকসভা কেন্দ্রের নির্বাচন। ১১ এপ্রিল এই নির্বাচন হবে তাঁর আগে এই সমন্বয় বৈঠক। ঠিক কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং কবে কোচবিহারে এসে পৌঁছবে তার দিনক্ষণ না বলা গেলেও কেন্দ্রীয় বাহিনী কোচবিহারে আসছেন জানিয়েছেন জেলাশাসক।
আরও পড়ুন: অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক
অন্য দিকে আন্তঃ রাজ্য সীমান্তে নজরদারি সহ আন্তঃ জেলার নিরাপত্তা নিয়ে বুধবার গুরুত্বপুর্ন বৈঠক হবে আলিপুরদুয়ারে বলে জানান কোচবিহারের পুলিশ সুপার অভিষেক গুপ্তা। তিনি বলেন, ভোটকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা কে ঢেলে সাজাতে প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
সুষ্ঠ ভাবে নির্বাচন কে সম্পন্ন করতে এই বৈঠক বলে তিনি জানিয়েছেন। এদিনের বৈঠকে জেলা শাসক কৌশিক সাহা ও জেলা পুলিশ সুপার অভিষেক গুপ্তা ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসকরা। ছিলেন জেলার প্রতিটি মহকুমার পুলিশ আধিকারিক, প্রতিটি থানার আইসি,ওসি সহ বিভিন্ন মহকুমা ও ব্লক প্রশাসনের কর্তারা উপস্থিত ছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584