ধর্মঘটের সমর্থনে খড়্গপুরে সভা

0
41

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

ধর্মঘটের সমর্থনে খড়্গপুরে সভা আগামী ৮ জানুয়ারী,২০২০ দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে খড়্গপুর বাসস্ট্যান্ডে শুক্রবার প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাম গনসংগঠন, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা কৃষক ও শ্রমজীবি মানুষের দাবীগুলি পূরণের জন্য ধর্মঘট সর্বাত্মক করার আহ্বান জানান।

নিজস্ব চিত্র

ব্যাঙ্ক, রেল, বিএসএনএল, প্রতিরক্ষা শিল্পের শ্রমিক সংগঠকরা ছাড়াও ১২ই জুলাই কমিটির নেতৃবৃন্দ কেন্দ্রীয় সরকারের জনবিরোধীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। বিশ্বনাথ দাস, বিজয় পাল, বিপ্লব ভট্ট , সবুজ ঘোড়াই প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এছাড়াও খড়্গপুর পৌরসভার কাউন্সিলর-আইএনটিইউসি নেতা মধু কামি বক্তব্য রাখেন।সভায় সভাপতিত্ব করেন এস এন মহাপাত্র। সভার শুরুতে রেলওয়ে পেনশনার্স অ্যাসোসিয়েসনের সদস্যরা গণসংগীত পরিবেশন করেন। এরই পাশাপাশি এদিনের সভায় এনআরসি, এনপিআর, সিএ-র বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here