নিজস্ব সংবাদদাতা,বহরমপুরঃ
ভারতের মাটিতে বাংলা ভাষা ও বাঙালি আজ আক্রান্ত।এমনকি বাংলার মাটিতে বাঙালির পায়ের তলার মাটি আলগা হয়ে যাচ্ছে।আজ আমাদের রাজ্যের পাশেই আসামে বাঙালির গণ কবর খোঁড়া হচ্ছে।এন আর সি’র মাধ্যমে আসামের লাখ লাখ বাঙালিকে রাষ্ট্রহীন,উদ্বাস্তু করার চক্রান্ত চলছে।অবৈধ বাংলাদেশী মুসলমান তাড়ানোর মিথ্যেকে সামনে রেখে লাখ লাখ বাঙালিকে আজ অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে।বাঙালি হওয়ার অপরাধে আজ বাঙালি আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, ডিটেনশন ক্যাম্পে অত্যাচারিত হচ্ছে, মহিলারা শারীরিক ভাবে নিগৃহীত।
বাংলার মাটিতে বাঙালিকে সচেতন করার প্রয়াস চলছে। আসামের বাস্তবতা নির্মোহভাবে মানুষে কাছে তুলে ধরছে বাংলা পক্ষ।বাংলা পক্ষ বাংলা ও বাঙালির অধিকার আদায়ের সংগঠন।ভারতের মাটিতে বাঙালির ন্যায্য অধিকার আদায়ের লক্ষে, চাকরি-বাকরি-পড়াশোনা ও ব্যবসা-বাণিজ্যে বাঙালির অংশগ্রহণ সুনশ্চিত করতে প্রতি জেলায় জেলায়, ব্লকে ব্লকে পৌঁছে যাচ্ছে। রবিবার জেলায় মুর্শিদাবাদ বাংলা পক্ষের শুভারম্ভ ছিল বহরমপুরে।
মুর্শিদাবাদের মাটি মাস্টারদা সূর্যসেনের মাটি,বহরমপুর কৃষ্ণনাথ কলেজের কুমার হোস্টেলেই তাঁর বিপ্লবের হাতেখড়ি।তার পর বাকিটা ইতিহাস,যা স্মরণ করলে গর্বে বুক ফুলে ওঠে।এই মাটি বাংলাদেশের ৫২ র ভাষা শহীদ বরকতের মাটি।অর্থাৎ এই মাটি বাংলা ও বাঙালির শত্রুদের জন্য রুক্ষ্ম মাটি।এই মুর্শিদাবাদের মাটিতেই আজ বাঙালির অধিকার নিয়ে বাংলা পক্ষের সভায় বক্তব্য রাখেন অধ্যাপক গর্গ চ্যাটার্জি। উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক রাজর্ষী চক্রবর্তী।তাঁর বক্তব্যে বারবার ভারতে বাঙালির বিপন্নতা, হিন্দির আগ্রাসন ও বাঙালির আশুকর্তব্যগুলি উঠে আসে।এছাড়া বহরমপুর গার্লস কলেজের অধ্যাপক মধু মিত্র বাংলা তথা ভারতের মাটিতে বাংলা পক্ষের প্রয়োজনীয়তা নিয়ে মূল্যবান কিছু কথা বলেন।বক্তব্য রাখেন সংগঠনের অন্যান্য সদস্যরা।সর্বমোট ৭ জেলা থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সভায়।
মুর্শিদাবাদ বাংলা পক্ষের সংগঠক মনোজিৎ বন্দোপাধ্যায় বাংলা পক্ষকে মুর্শিদাবাদের প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেন। বাংলা পক্ষের অভিভাবক মহঃ এনামুল হক তাঁর বক্তব্যে বাঙালিকে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। এছাড়া সভায় উপস্থিত স্থানীয় উৎসাহী মানুষেরা তাদের অভিজ্ঞতার কথা, দৈনন্দিন জীবনে বাঙালি হিসাবে সমস্যার কথা সকলের সাথে ভাগ করে নেন। তাদের কথায় উঠে আসে বাংলা পক্ষকে ঘিরে তাদের স্বপ্নের কথা।সভার প্রায় প্রতিটা বক্তাই সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন এবং মুর্শিদাবাদের মাটিতে ইদানীং যে বহিরাগত সাম্প্রদায়িক শক্তির আনাগোনা বাড়ছে তা নিয়ে তাঁদের উদ্বেগ প্রকাশ পায়।বাংলা পক্ষের তরফে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার বার্তা দেওয়া হয়।একই সঙ্গে, বাঙালি-বিরোধী ত্রুটিপুর্ণ এন আর সি বাতিলের দাবী জোরালো হয় এবং সারা বাংলা ব্যাপী গণ আন্দোলনের অঙ্গীকার করা হয়।
আরও পড়ুনঃ ঝোপ থেকে উদ্ধার হওয়া সদ্যোজাত শিশু পেল মাতৃস্নেহ উদ্ধারকারীর নিকট
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584