মনিরুল হক, দিনহাটাঃ
ভাওয়াইয়া ও লোক শিল্পীদের সভা অনুষ্ঠিত হল দিনহাটার মাতালহাটে। শুক্রবার দিনহাটা ১ নং ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্র ভবনে (আপন ঘর)ওই সভা অনুষ্ঠিত হয়। এদিনে ওই সভার মধ্যে দিয়ে মাতালহাট এলাকার ভাওয়াইয়া ও লোক শিল্পীদের নিয়ে অঞ্চল কমিটি গঠন করা হয়। এদিনের ওই সভায় উপস্থিত ছিলেন দিনহাটা ১নং ব্লকের ভাওয়াইয়া ও লোক শিল্পী সমিতির কো-অডিনেটর গৌতম রায়, প্রধান অতিথি যুব তৃনমুল কংগ্রেসের আহ্বায়ক নারায়ণ শর্মা, বাবলু বর্মণ, অনিমা শর্মা, প্রীতিলতা বর্মণ সহ এলাকার সমস্ত ভাওয়াইয়া ও লোক শিল্পীরা। জানা গেছে, এদিন ওই কমিটি গঠনের পর রাত্রি ১২ টা পর্যন্ত ভাওয়াইয়া শিল্পীদের নিয়ে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এদিন ওই অনুষ্ঠানে এসে যুব তৃনমুল কংগ্রেসের আহ্বায়ক নারায়ণ শর্মা বলেন, ভাওয়াইয়া সংগীত হচ্ছে গ্রাম বাংলার মানুষের মনের কথা। এই সংগীতের হাত ধরেই জন্মলাভ করেছে আজকের নানান সংগীত। তবে দুঃখের বিষয় আজ সেই ভাওয়াইয়া সংগীতেরই কোনও স্থান নেই। সেটি ক্রমেই বিলুপ্তির পথে। এর জন্য অবশ্য প্রচারের একটা অভাব ছিল সেটা বলা চলে। তবে বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে সেটা সাধুবাদ যোগ্য। আশা করি এতে করে ভাওয়াইয়া শিল্পীরা কিছুটা হলেও উৎসাহিত হবেন।” মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের ভাওয়াইয়া ও লোক শিল্পীদের স্বকৃীতি দেওয়ার পর আজ আমরা তাদের নিয়ে উত্তরবঙ্গ ভাওয়াইয়া ও লোকশিল্পী সমিতির মাতালহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় একটা কমিটি গঠন করি। এই কমিটি গঠনের মধ্য দিয়ে ভাওয়াইয়া ও লোক শিল্পীদের নানা ভাতা, আর্থিক প্রকল্প দিয়ে আমরা তাদের সহযোগিতা করতে পারব। সেই দিকটা আমাদের সচেতন থাকতে হবে যাতে কোন ভাওয়াইয়া ও লোকশিল্পী বাদ না পরে তাদের এই সমিতির আওতায় আনার জন্য এই কমিটি গঠন করা হয়।
উত্তরবঙ্গ ভাওয়াইয়া ও লোক শিল্পী সমিতির মাতালহাট অঞ্চল কমিটি গঠন সভার আয়োজক তথা সংগঠনের কো-অডিনেটর গৌতম রায় বলেন, এ অঞ্চলের ভাওয়াইয়া শিল্পীদের একত্র করতে এই সভার আয়োজন করতে পেরে খুব ভালো লাগছে। আগামী দিনে আমরা আরও বড় সভার আয়োজন করার চিন্তভাবনা রয়েছে। এবং প্রতিটি ভাওয়াইয়া ও লোক শিল্পীদের ভাতা, আর্থিক প্রকল্প দিয়ে আমরা তাদের সহযোগিতা করতে পারি তাহলে আমরা আরও খুশি হব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584