কো অপারেটিভ ব্যাংকের সাধারণ সভায় কেন্দ্রকে তোপ শুভেন্দু অধিকারীর

0
68

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

বিগত দিনের মতো সাদা কালো রং দেখে নয়, ব্যাংকের হিসাব হয় নির্দিষ্ট অডিট এর মাধ্যমে ! ঠিক এরকমই মন্তব্য করলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী | রবিবার বিদ্যাসাগর কোঅপারেটিভ ব্যাংকের ৪৭ তম সাধারণ সভায় যোগ দিতে এসে এই মন্তব্য করেন তিনি | এদিন জেলা পরিষদ হল এ এই বিদ্যাসাগর ব্যাংকের সভা আয়োজন করা হয় ; সেখানে আসেন পরিবহন মন্ত্রী তথা ব্যাংকের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী | তিনি একটি এটিএম ও ভ্যানের উদ্বোধন করেন , বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন ২০১১ আগে যারা ব্যাংক চালাতেন তারা সাদা কালো রং দেখে ব্যাংকের হিসাব মিলাতেন কিন্তু তিনি চেয়ারম্যান হওয়ার পর সাদা বা কালো রঙ দেখে ব্যাংকের হিসাব মেলান না এর জন্য নির্দিষ্ট অডিট হয় ব্যাংকের হিসাব দেয়া হয় এবং সেই সব তথ্য সাধারণ সভা ও সম্মেলনের মাধ্যমে জনগণের কাছে প্রকাশ করা হয় |

নিজস্ব চিত্র

বিগত দিনে যে শাসক দল ব্যাংক চালাতেন তৎকালীন সময়ে কোন অডিট কোন হিসাব পত্র ছিল না | এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি আরো বলেন ২০১৬ সালে হঠাৎ নোট বন্দি করে বেশ কিছু মানুষের অসুবিধা করেছে কেন্দ্র সরকার , ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ কিন্তু অদ্ভুতভাবে আমেদাবাদ ডিস্ট্রিক সেট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক এই নোট বন্দির ব্যাপারটা জেনে গিয়েছিল তাই এক সপ্তাহের মধ্যে তারা ৭২৮ কোটি টাকা বদলে ফেলেছিল | এটা কিভাবে সম্ভব হয় ! এই একতরফা বিচার , এটা ভারতবর্ষের অর্থনীতি ; এতে কখনো ইন্দিরা গান্ধী ও হাত দেননি , হাত দেননি কোনোদিন রিজার্ভ ব্যাংকে কিন্তু এই সরকার যাকে শুভেন্দু অধিকারী ‘এরা ‘ বলে উল্লেখ করেছেন । তিনি বলেছেন এরা ১৩২ দিনে ১৩২ রকমের সার্কুলার জারি করেছে সকাল সন্ধ্যা মিলিয়ে | যা সম্পূর্ণভাবে অ-গণতান্ত্রিক এবং একপক্ষ | ব্যাংকের প্রোগ্রামে এসে শুভেন্দু অধিকারী প্রথম থেকে ছিল আক্রমণাত্মক তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেছেন তীর্যকভাবে , ব্যাংকের সাধারণ সভার বক্তব্য থেকে বেশিরভাগটাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন | অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, জেলা পরিষদ এর সভাধিপতি উত্তরা সিং হাজরা, সহ সভাধিপতি অজিত মাইতি, পরিচালক মন্ডলীর সদস্য মধুসূদন গাঁতাইত, অঞ্জন বেরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ কলম সৈনিক সাহিত্য ফোরামের আনুষ্ঠানিক উদ্বোধন ও কবিতা পাঠের আসর

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here