অনুমতি না মেলায় রাস্তাতেই জনসভা সিপিএমের

0
277

নিটু দেওয়ান,মুর্শিদাবাদঃ

উপছে পড়া ভিড় টেক্সটাইল কলেজ মোড়ে। ছবিঃ অনির্বান দে

আজ সিপিআইএম মুর্শিদাবাদ জেলা কমিটির ডাকে জনসভা হয় বহরমপুরে।জনসভা হওয়ার কথা ছিল এফইউসি মাঠে কিন্তু প্রশাসনের অনুমতি না মেলায় সভা হয় টেক্সটাইল মোড়ে। পোস্ট অফিসের রাস্তার দিকে মঞ্চের মুখ থাকলেও জমায়েত এতটাই ছিল যে মঞ্চের পিছনে ডান দিক গির্জার মোড় যাওয়ার রাস্তা ও বাম দিকে গোরা বাজার যাওয়ার রাস্তা পর্যন্ত।

meeting of cpim | newsfront.co
নিজস্ব চিত্র

মানুষের জনজোয়ারের প্রসঙ্গে মহম্মদ সেলিম বলেন যে, “আপনারা একটা মাঠে সভা ডেকেছিলেন কিন্তু চারটি মাঠে আপনারা সভা করছেন।” এদিনের সভায় সভাপতিত্ব করেন জেলা সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্য ।

meeting of cpim | newsfront.co
মঞ্চে প্রধান বক্তা মহম্মদ সেলিম। নিজস্ব চিত্র

এদিনের সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ডক্টর রামচন্দ্র ডোম, নৃপেন চৌধুরী।জনসভার প্রধান বক্তা মহম্মদ সেলিম বলেন, “এনআরসি এর নামে মানুষকে ভয় দেখানো হচ্ছে আতঙ্কে ফেলা হচ্ছে আগে জানতে চাওয়া হচ্ছে আপনি ভারতীয় কী না মানুষ যখন বলছে আমরা ভারতীয় আমাদের ভোটার লিস্টে নাম আছে তখন বলা হচ্ছে তাহলে রেশন কার্ডের সঙ্গে মিলিয়ে দেখতে হবে আপনার নাম ঠিক আছে কি না,যখন সব ঠিক আছে তখন দেখতে চাওয়া হচ্ছে আপনার বাবা ভারতীয় কি না তার প্রমান আপনার দাদুর জমির দলিল এই ভাবে মানুষকে সমস্যার মধ্যে ফেলে আতঙ্ক,ভয় সৃষ্টি করছে।

আরও পড়ুনঃ মেদিনীপুরে সিপিআইএমের প্রতিবাদ মিছিল

meeting of cpim | newsfront.co
নিজস্ব চিত্র

আর যখন প্রধানমন্ত্রীকে জিজ্ঞেসা করা হয় তখন তিনি বলেন দিল্লি থেকে এমএ পাস কিন্তু তার সঙ্গে পড়েছেন,আর তাকে পড়িয়েছেন এমন কোনো লোকের খোঁজ আজ পর্যন্ত মেলেনি এমন কি গুজরাট থেকে বিএ পাস করেছেন তার সার্টিফিকেট দেখতে চাওয়া হলে দেখাতে পারনি প্রধানমন্ত্রী।তাহলে মানুষ কি করে দেখাবে দাদুর বাবার কাগজ পত্র।”

এভাবেই বিজেপি কে বিঁধেছেন মহম্মদ সেলিম।একসঙ্গে রাজ্যের শাসক দলকে খোঁচা দিয়ে বলেন,” এ রাজ্যে বামফ্রন্টের আমলে দিলীপ ঘোষদের নাম শোনা যেতো না এ রাজ্যে বিজেপি কে এনেছেন দিদিই যেমন রাজ মিস্ত্রিরা বাড়ি তৈরি করবার সময় ভাড়া বাধে মাল ওঠানোর জন্যে ঠিক তেমনই তৃণমূল কংগ্রেস বিজেপির ভাড়া আর মমতা বন্দ্যোপাধ্যায়,দিলিপ ঘোষ,অমিত শাহ সকলে আডবানির পাঠশালার ছাত্র ছাত্রী।” আরও বলেন মুকুল আগে ছিল তৃণমূল আজ বিজেপি ।

এভাই তৃণমূল বিজেপির গোপন সমঝোতা বলে দাবি করেন সেলিম।এছাড়াও যাদবপুর প্রসঙ্গে তিনি বলেন— ‘দিলীপ ও বাবুলের যাদবপুরে ছাত্র হওয়ার যোগ্যতা পাঁচ জন্মেও হবে না বাবুল ছাত্রীদের মেরেছে,গালি দিয়েছে বহিরাগত আর এস এসের লোক ঢুকিয়ে ইউনিয়ন রুম ভেঙেছে আগুন জ্বালিয়েছে দুর্গা বাহিনীর মেয়েদের কে দিয়ে ইউনিয়ান রুমে এবিভিপি লেখা করিয়েছে আর তাকে ছাত্ররা ঘেরাও করছে বলে মিডিয়া ডেকে নাটক করছেন বাবুল’ এমনটাই দাবি করেছেন মহম্মদ সেলিম।

আর দিদিকে বলো প্রসঙ্গে নিয়ে বলতে গিয়ে সেলিম বলেন “চুল্লু ভর পানি মে ডুব কে মারা যানা চাহিয়ে তৃণমূল নেতা মন্ত্রীদের কারন দিদি তাদের বিশ্বাস করেন না তাই টাকা দিয়ে পিকে কে এনেছেন নেতা মন্ত্রিদের কথা আর শোনেনা।” তিনি আর ও বলেন হক কথা বলতে ধক লাগে আর তা একমাত্র আছে লাল ঝান্ডার আর বাংলায় এন আর সি হলে বামপন্থীদের লাসের উপর দিয়ে যেতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here