নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
চিতাবাঘ আর হাতি রাতের ঘুম কেড়ে নিয়েছে মাদারিহাট বীরপাড়া ব্লকের বিভিন্ন এলাকার বাসিন্দাদের।বিশেষ করে চা বলয়ে অবস্থা অত্যন্ত ভয়ংকর।এই দুইয়ের হাত থেকে মানুষকে রক্ষা করতে বৃহস্পতিবার বন দফতরের উদ্যোগে সভা হল ব্লকের ধুমচিপাড়া চা বাগানে।এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরি,এ ডবলু ডাবলু (AWW) বিমল দেবনাথ,হান্টা পাড়াপাড়া চা বাগান প্রতিনিধি কিশোর বিশ্বকর্মা,ছিলেন মাদারিহাট বন দফতরের রেঞ্জার খগেশ্বর কার্জি জয়েন্ট বিডিও সহ স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
সীমা চৌধুরী জানান,১০০ দিনের কাজের মাধ্যমে বাগান গুলির ঝোঁপ জঙ্গল পরিষ্কার করা উদ্যোগ নেওয়ার পাশিপাশি বন দফতর সর্বদা দৃষ্টি রাখবে বিষয়টি উপর।এছাড়া সোলার লাইট ও টাওয়ারের বিষয়টিও ভাবা হচ্ছে।আরো খাঁচা বসানোর ব্যাপারেও চিন্তা ভাবনা করা হবে।
আরও পড়ুন: জিন্দালের হাতে হাসপাতাল তুলে দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584