মনিরুল হক, কোচবিহারঃ
লোকসভা নির্বাচন নিয়ে কেন্দ্রীয় কমিটির বৈঠকে একমত হতে পারলো না বংশী বদন বর্মন গোষ্ঠীর গ্রেটার।গতকাল কয়েক ঘণ্টা ধরে দফায় দফায় বংশী বদন বর্মণের নেতৃত্বে চলা গ্রেটার কোচবিহার পিপলস পার্টির কেন্দ্রীয় কমিটির একটি গোপন বৈঠক হয়।ওই কেন্দ্রীয় কমিটির বৈঠকে লোকসভা নির্বাচনে তাদের কি অবস্থান হবে,সে বিষয়ে কোন সিদ্ধান্তে পৌছতে পারেননি তারা।জানা গিয়েছে,সিদ্ধান্তে পৌছতে আজ ফের আবার তাদের কেন্দ্রীয় কমিটির বৈঠকে ডাকা হয়েছে।যদিও এই বিষয়ে বংশীবদন বর্মণ সহ অন্যান্যরা কেউ কিছু বলতে রাজী হয়নি।
সূত্রের খবর,লোকসভা নির্বাচনে তাদের অবস্থান কি হবে তা নিয়ে কেন্দ্রীয় কমিটির বৈঠক ডাকা হয়।সেই বৈঠকে উপস্থিত ছিলেন গ্রেটার কোচবিহার পিপলস পার্টির সুপ্রিমো বংশী বদন বর্মন,গিরিজা শঙ্কর রায় সহ কমিটির অন্যান্যরা। জানা গিয়েছে,এদিনের ঐ বৈঠকে লোকসভায় তাদের সংগঠন বৈঠকে বসলে কোন রাজনৈতিক দলকে সমর্থন করবে, না নিজেরাই প্রতিদ্বন্দ্বিতায় নামবে,তা নিয়ে কেন্দ্রীয় কমিটির সদস্যদের মধ্যে মতানৈক্য তৈরি হয়।
মতানৈক্য তৈরি হওয়া বিষয় গুলোর মধ্যে প্রথম কারণ এই মুহূর্তে রাজবংশী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে বংশীবদন বর্মণ ও ভাইস চেয়ারম্যান পদে গিরিজা শঙ্কর রায় রয়েছেন। রাজবংশী ভাষা একাডেমীর ভাইস চেয়ারম্যান পদেও রয়েছেন বংশীবদন।রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন ওই পদে থাকায় শাসকদল তৃণমূল কংগ্রেসের কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী পরেশ চন্দ্র অধিকারীকে সমর্থন জানানোর পক্ষে মত পোষণ করেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির একাংশ, কিন্তু অন্য একটি অংশ সরাসরি বিজেপিকে সমর্থন করার পক্ষপাতী।সভায় উপস্থিত ঐ অংশের দাবী,রাজ্য সরকার দুই গ্রেটার নেতাকে রাজবংশী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান করলেও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস গ্রেটারদের মূল দাবী ভারত ভুক্তির চুক্তি মোতাবেক কোচবিহারকে আলাদা রাজ্যের স্বীকৃতি দেওয়ার পক্ষে নয়।অন্যদিকে বিজেপি ছোট ছোট রাজ্য গঠনের পক্ষপাতি।তাদের এমন বেশ কিছু উদাহরণও রয়েছে।তাই বিজেপিকে সমর্থন দিলে কোচবিহারকে নিয়ে তাদের যে আন্দোলন তা সফল হতে পারে।যদিও গ্রেটারের ওই কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই দুই মতের বিরুদ্ধে গিয়ে অন্য মত পোষণ করে একটি অংশ। ওই অংশের দাবী, তৃণমূল কংগ্রেস বা বিজেপি নয়, তারা লোকসভা নির্বাচনে ভোটে প্রার্থী দিয়ে ভোটে লড়াই করবে।তাদের মতে, দীর্ঘদিন থেকে তাদের কোচবিহারের ভারত ভুক্তির চুক্তি মোতাবেক গ শ্রেনীর রাজ্যের যে দাবীতে আন্দোলন করছেন,তাতে সরাসরি কোন রাজনৈতিক দল সমর্থন জানায় নি।আর তাই লোকসভায় নির্বাচনে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার পক্ষে তারা।
যদিও এর আগে বিভিন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল গ্রেটার কোচবিহার।খোদ বংশী বদন বর্মণ প্রার্থী হয়েছিলেন কিন্তু সেভাবে ভালো ফলাফল করতে পারেননি।তাই নিজেরা প্রতিদ্বন্দ্বিতায় নামলে খুব একটা সফল যে হতে পারবে না গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন,তা তাদের মধ্যে অনেকেই উপলব্ধি করতে পারছেন।পাশাপাশি এই মুহূর্তে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে গেলে ভোটের পরে তাদের সরকারি পদ আর নাও থাকতে পারে বলে অনেকেই আন্দাজ করছেন।
আরও পড়ুনঃ ভোটার বেড়েছে ছয় শতাংশ নির্বাচনের আগে ব্যাপক নজরদারি
আবার অনেকেই বিজেপির পক্ষ নিয়ে তাদের দাবী পূরণেরও স্বপ্ন দেখছেন।এই অবস্থায় এদিন ফের তাদের বৈঠক হয়।সেখানে সিদ্ধান্ত নেয় গ্রেটার নেতৃত্ব,তা নিয়ে কোচবিহারের রাজনৈতিক মহল অপেক্ষায় রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584