শ্যামল রায়,নবদ্বীপঃ
রবিবার নবদ্বীপ গোলোয়িং স্টার নামে একটি সংস্থার উদ্যোগে নারী সুরক্ষা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে বর্তমান সময়ে সামাজিক পরিস্থিতিতে নারী সুরক্ষার প্রয়োজনীয়তা যথেষ্ট রয়েছে আর এর জন্য দরকার নারীদেরকে সচেতন করা।

নারীরা সচেতন না হলে সমাজে নানান ধরনের অসামাজিক কাজ অনেকটাই বেড়ে যাবে যা কিনা সমাজের পক্ষে ক্ষতিকারক।
বাল্যবিবাহ রোধ থেকে শুরু করে ফ্যামিলি প্লানিং সমস্ত কিছুতেই নারী সুরক্ষার প্রয়োজনীয়তা রয়েছে যথেষ্ট আর এর জন্য দরকার প্রত্যেক নারীর সচেতন হওয়া।
আরও পড়ুনঃ পরিতক্ত নবজাতক শিশুদের সুরক্ষায় ‘পালনা’ কেন্দ্রের উদ্বোধন
অনেকাংশে দেখা যায় একের পর এক নারী খুন নারী ধর্ষণ প্রভৃতি অসামাজিক কাজ বাড়ছে তাই সামাজিক পরিস্থিতিতে নারী সুরক্ষা একান্ত দরকার।উপস্থিত বক্তারা বক্তব্য রাখতে গিয়ে এ সমস্ত কথা বলেন।
সংস্থার তরফ থেকে প্রিয়াঙ্কা নন্দী উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।এই ধরনের সেমিনারের গুরুত্ব যথেষ্ট রয়েছে উল্লেখ করেন উপস্থিত বিশিষ্টজনেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584