আমফান নিয়ে জরুরি বৈঠক প্রশাসনের

0
52

সীমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

সুন্দরবন পুলিশ জেলা এসপি বৈভব তেওয়ারি ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টু রাম পাখিরার উপস্থিতিতে কাকদ্বীপ মহকুমার শাসক দপ্তরে” আমফান” নিয়ে জরুরি বৈঠক করা হলো।আজ দক্ষিণ ২৪ পরগনার সমস্ত সমুদ্র উপকূলীয় এলাকা গুলিতে সতর্কবার্তা দিয়ে মাইকিং করা হয়।

meeting | newsfront.co
নিজস্ব চিত্র

এডিএফ মেরিন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ ফিসারস ডায়মন্ড হারবার জয়ন্ত প্রধান জানান, ‘সামুদ্রিক মৎস্যজীবী সংগঠনকে জানানো হচ্ছে, ব্যান্ড পিরিওড অন ফিশিং ১৫ই এপ্রিল থেকে ১৪ ই জুন সময়কালে মৎসজীবিরা যাতে নদী বা সমুদ্রে মাছ ধরতে না যায় তা সুনিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও কঠোর নজরদারি করা হচ্ছে।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদের আরও ২ করোনা পজিটিভ

সেইসঙ্গে আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সেই সংলগ্ন আন্দামান সাগরে একটি গভীর নিম্নচাপ দেখা দিয়েছে। এর ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দক্ষিণ ২৪ পরগনা জেলার উপকূলীয় অঞ্চলে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেজন্য সকল মৎস্যজীবীদের আগামী আজ থেকে নিরাপদ আশ্রয়ে থাকার থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। নিয়মিতভাবে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ করা হচ্ছে।’

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টু রাম পাখিরা, কাকদ্বীপ মহকুমার শাসক সৌভিক চট্টোপাধ্যায় আরো অনেকে। পাশাপাশি এই দিন গঙ্গাসাগর থানার পক্ষ থেকে মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here