বিদ্যুৎ পরিষেবার উন্নয়নের লক্ষ্যে বৈঠক, জেলাশাসক দফতরে

0
36

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

বিশ্বব্যাংক ও রাজ্য সরকারের ব্যয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বিদ্যুৎ পরিষেবার উন্নয়নের লক্ষ্যে আজ জেলা শাসকের দফতরে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হল। বিশ্ব ব্যাংক ও রাজ্য সরকারের তরফে প্রতিনিধিরা ছাড়াও রাজ্য বিদ্যুৎ বিভাগের আধিকারিকরাও সেই বৈঠকে উপস্থিত ছিলেন।

meeting | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গিয়েছে জেলায় বিদ্যুৎ পরিষেবার খোলনলচে পালটে ফেলা হচ্ছে। এর জন্য হাই ভোল্টেজ ডিস্ট্রিবিউশন সিস্টেম প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রায় ১০০ কোটি টাকার মত এই প্রকল্পের জন্য খরচ করা হবে বলে জানা গিয়েছে। বিশ্ব ব্যাংক ও রাজ্য সরকারের যৌথ বরাদ্দে জেলাতে এই প্রকল্প রূপায়ণ হতে চলেছে। যার সুবিধা পাবেন অন্তত কয়েক লক্ষ বিদ্যুৎ গ্রাহক।

আরও পড়ুনঃ তমলুক – কলকাতা নতুন বাস পরিষেবার উদ্বোধন

হাই ভোল্টেজ ডিস্ট্রিবিউশন সিস্টেম আসলে কি? ধরে নেওয়া যাক, বর্তমানে একটি এলাকায় ১০০ কেভির একটি ট্রান্সফর্মার রয়েছে। আর সেখান থেকে প্রচুর লাইন গিয়েছে। প্রায় পাঁচ কিলোমিটার এলাকা পর্যন্ত লাইন গিয়েছে। এতে দফতরের ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ক্ষতি হচ্ছে। পাশাপাশি, গ্রাহকদেরও ক্ষতি হচ্ছে। এর জন্য লো ভোল্টেজ হচ্ছে, দুর্ঘটনা বাড়ছে। চাষের কাজে ঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে না।

আরও পড়ুনঃ অসংগঠিত শ্রমিকদের হয়ে আন্দোলনে আরএসপি

পুরনো আমলের তার থাকায় ঝড়-বৃষ্টিতে তা ছিঁড়ে দুর্ঘটনা ঘটছে। পাওয়ার কাট বেশি হচ্ছে। নতুন প্রকল্পে বিদ্যুৎ দফতরের আধিকারিকদের বক্তব্য, বর্তমানে যে বিদ্যুতের তারগুলি রয়েছে সেগুলির একটি বিরাট অংশ পালটে ফেলা হবে। সেখানে আধুনিক ইনসুলেটেড কেবল লাগানো হবে। একই সঙ্গে আরও নতুন ট্রান্সফর্মার বসানো হবে। এতে লো ভোল্টেজ থাকবে না। কেবল ছিঁড়ে পড়বে না। ঝড়-বৃষ্টিতে ফিউজ যাবে না। সর্বোপরি পরিষেবার মান উন্নত হবে।

বিদ্যুৎ দফতরের রিজিওনাল ম্যানেজার সৌমেন দাস বলেন, দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত ব্লকেই বিদ্যুৎ পরিষেবা উন্নয়নের লক্ষ্যে এই প্রজেক্ট ডিসেম্বরের শেষ থেকে কিংবা সামনের বছর জানুয়ারী মাস থেকে কাজ শুরু হবে। এই প্রকল্প হলে জেলায় অন্তত কয়েক লক্ষ গ্রাহক উন্নত বিদ্যুৎ পরিষেবার সুবিধা পাবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here