রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি নিয়ে বৈঠক

0
33

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

স্নাতক স্তরের ভর্তি সংক্রান্ত বিষয়ে কাল, মঙ্গলবার বৈঠকে বসছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি সমস্যা মেটাতে আসন সংখ্যা বৃদ্ধি করা যায় কি না, তা খতিয়ে দেখবে অ্যাডমিশন কমিটি। বিশ্ববিদ্যালয়ের কর্তারা জানান, ১০ আগস্ট থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। সবটাই হবে অনলাইনে।

university | newsfront.co
ফাইল চিত্র

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাউকেই আসতে হবে না। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দুর্লভ সরকার জানান, একটি অ্যাডমিশন কমিটি গঠন করা হয়েছে, মঙ্গলবার বৈঠক হবে। সেখানে স্নাতক স্তরে আসন সংখ্যা বৃদ্ধি করা যায় কি না, তা নিয়ে আলোচনা হবে।

আরও পড়ুনঃ করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে পশ্চিম মেদিনীপুরে

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ২১টি বিষয়ে অনার্স পড়ানো হয় সঙ্গে পাস কোর্সও রয়েছে। এই মুহূর্তে ২১টি বিষয়ের অনার্স ও পাস কোর্সে মোট আসন সংখ্যা কত, তা জানাতে পারেননি বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা। এবছর উচ্চ মাধ্যমিকে পাশের হার সর্বাধিক।

ফলে স্নাতক স্তরে অনার্স ও পাস কোর্সে আসন সংখ্যা না বাড়লে ভর্তির সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া অন্যান্য বছর মেধাবী ছাত্র ছাত্রীরা কলকাতার প্রেডিডেন্সি বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতেন। করোনার আবহে মেধাবী পড়ুয়ারাও জেলার সদর শহরেই থাকতে ইচ্ছুক। এতে এবছর ভর্তি সংক্রান্ত চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন তাঁরা৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here