পিয়ালী দাস,বীরভূমঃ
আগামী ২৬ তারিখ থেকে ৩১ তারিখ অবধি বীরভূমে কিভাবে লক ডাউন পরিচালিত হবে সেই বিষয় নিয়ে জরুরী ভিত্তিতে বীরভূম জেলা পরিষদে বৈঠক করলেন অভিজিত সিংহ ৷বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং সহ অন্যান্য প্রশাসনিক অধিকর্তা বৃন্দ।
বৈঠক শেষে বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ জানিয়েছেন শনিবার রাজ্য সরকারি নির্দেশে সম্পূর্ণ লকডাউন থাকছে ৷ বীরভূমে গতকাল বৈঠকের সিদ্ধান্ত হয়েছিল যে আগামী ২৬ তারিখ থেকে ৩১ তারিখের বিকেল ৩ টে থেকে রাত ১০ টা পর্যন্ত লকডাউন থাকবে।
আরও পড়ুনঃ রেলযাত্রীরা যাতে মাস্ক – স্যানিটাইজার ব্যবহার করে, জওয়ানদের পরামর্শ আরপিএফের আইজির
কিন্তু সেই সিদ্ধান্ত পরিবর্তন করে ২৬ তারিখ রবিবার থেকে আগামী ৩১ শে জুলাই শুক্রবার অবধি দুপুর ১২ টা থেকে রাত ১০টা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বীরভূম জেলায় লকডাউন কে কার্যকর করতে বীরভূম জেলা প্রশাসন ও বীরভূম জেলা পুলিশ কঠোর পদক্ষেপ নেবে এমনটাই তিনি দাবি করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584