বেহাল অর্থনীতি, বিনিয়োগ টানতে বৈঠকে প্রধানমন্ত্রী

0
54

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছিল আগেই তার ওপর মাঝখানে করোনা এসে চেপে বসল। এই পরিস্থিতিতে অর্থনীতিকে চাঙ্গা রাখতে এবং দেশের শিল্পক্ষেত্রে উৎপাদন সচল রাখতে বিনিয়োগের বিষয়ে সচেষ্ট ভূমিকা নিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Meeting | newsfront.co
চিত্র সৌজন্যঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

এই অবস্থায় দেশীয় শিল্প ক্ষেত্রে বৈদেশিক বিনিয়োগের ব্যাপারে সতর্ক হয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর, বানিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গোয়েল।

প্রধানমন্ত্রীর অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে,”বিনিয়োগ আকর্ষণে বর্তমান শিল্প পরিকাঠামোকে তুলে ধরা ও আর্থিক সহায়তা নিয়ে আলোচনা হয়েছে।”

পাশাপাশি অনুমান করা যাচ্ছে দেশের ক্ষুদ্র মাঝারি শিল্পগুলোর ক্ষেত্রে সরকার যথেষ্ট সজাগ দৃষ্টি রাখবে। বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বেহাল অর্থনীতির কথা ভেবে মোদি সরকার নিয়ম-নীতিকে খানিকটা শিথিল করতে পারে বলে সূত্রের খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here