এনআরসির প্রতিবাদে সভা বালুরঘাটে

0
60

শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ

Meeting to protests NRC at Balurghat | newsfront.co
নিজস্ব চিত্র

বিজেপির প্রস্তাবিত এনআরসির বিভিন্ন ভাবে প্রতিবাদ প্রদর্শন করছে তৃণমূল কংগ্রেস। এনআরসির প্রতিবাদে আজ দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হল বালুরঘাটে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে প্রতিবাদ সভা বালুরঘাট থানা মোড় এলাকায়। এই সভায় জেলা সভাপতি অর্পিতা ঘোষ, বিধায়ক তোরাব হোসেন মন্ডল, বিধায়ক গৌতম দাস, জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি শুভাশিস পাল সহ সমস্ত জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন এই সভায়। এই সভায় জেলার বিভিন্ন ব্লক থেকে আগত কর্মী সমর্থকরা মিছিলে করে এসে এই প্রতিবাদ সভায় শামিল হন। কেন্দ্রের নীতি ও রাজ্য বিজেপির বিভিন্ন কার্যকলাপের বিরোধিতা করে আজকের সভায় বক্তব্য রাখেন তৃণমূল নেতা নেত্রীরা।

Meeting to protests NRC at Balurghat | newsfront.co
নিজস্ব চিত্র

এই সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেস সভাপতি অর্পিতা ঘোষ এনএরসির বিরোধিতা করে বলেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জী ভারতের একমাত্র নেত্রী যিনি মাথা উচুঁ করে লড়াই করেন। তাই তৃণমূল কংগ্রেসের প্রতিটি কর্মী মাথা উঁচু করে লড়াই করে এনআরসি রুখে দেবে।

আরও পড়ুনঃ চুক্তি অনুযায়ী বোনাসের দাবিতে বন্ধ কাজ চা বাগানে

তিনি আরও বলেন রাজ্য সরকারের সাহায্য ছাড়া এনআরসি করা যাবে না। তাই মমতা ব্যানার্জী যত দিন আছেন এনআরসি হবে না বাংলায়। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অর্পিতা ঘোষ ছাড়াও আজকের সভায় উপস্থিত সকল বক্তাই এনআরসির কঠোর সমালোচনা করে তাদের বক্তব্য পেশ করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here